ক্রীড়া ডেস্ক

হতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল রীতিমতো ধুঁকছে। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে বাংলাদেশ ৪ উইকেটে ৩৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। চট্টগ্রামে শান্তদের হতাশার দিনে সুদূর কাঠমান্ডু থেকে উদ্যাপনের উপলক্ষ্য এনে দিল বাংলাদেশের মেয়েরা। দশরথ রঙ্গশালায় নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাবিনাদের শিরোপাজয়ের রাতে শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর শান্ত লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।’ এই বাক্যের পর বাংলাদেশের পতাকা, ফুটবল, শিরোপা—এই তিন ইমোজি দিয়েছেন। শান্ত ক্যাপশন শেষ করেছেন অভিনন্দন লিখে।
সেই নেপালকে হারিয়েই বাংলাদেশ টানা দুইবার জেতে নারী সাফের শিরোপা। সাবিনার দলকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।’ মিরাজও চট্টগ্রামে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে।

নারী সাফ জয়কে বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।’ সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরীফুল ইসলাম লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।’

হতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল রীতিমতো ধুঁকছে। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে বাংলাদেশ ৪ উইকেটে ৩৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। চট্টগ্রামে শান্তদের হতাশার দিনে সুদূর কাঠমান্ডু থেকে উদ্যাপনের উপলক্ষ্য এনে দিল বাংলাদেশের মেয়েরা। দশরথ রঙ্গশালায় নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাবিনাদের শিরোপাজয়ের রাতে শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর শান্ত লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।’ এই বাক্যের পর বাংলাদেশের পতাকা, ফুটবল, শিরোপা—এই তিন ইমোজি দিয়েছেন। শান্ত ক্যাপশন শেষ করেছেন অভিনন্দন লিখে।
সেই নেপালকে হারিয়েই বাংলাদেশ টানা দুইবার জেতে নারী সাফের শিরোপা। সাবিনার দলকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।’ মিরাজও চট্টগ্রামে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে।

নারী সাফ জয়কে বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।’ সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরীফুল ইসলাম লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে