
প্রথমবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে পাকিস্তান ব্যাটার পেলেও আইসিসির এই পুরস্কারে এখন রাজ করছেন সূর্যকুমার যাদব।
রিজওয়ানের পর ২০২২ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে বর্ষসেরা হয়েছিলেন সুর্যকুমার। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় ব্যাটার। টানা দ্বিতীয়বার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার।
সেরা হতে পেছনে সূর্য ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং উগান্ডার আলপেস রামজানিকে। অবশ্য এক রকম অনুমিতই ছিল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবারও পুরস্কার জিতবেন তিনি। কেননা গত বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যানই ভারতীয় ব্যাটারের পক্ষে কথা বলেছে। আইসিসির পূর্ণ সদস্যে দলগুলোর ব্যাটারদের মধ্যে চার-ছক্কার সংস্করণে সর্বোচ্চ রান করেন তিনি।
সূর্য ১৭ ইনিংসে করেন ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়ের ইনিংসে সর্বশেষ বছর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৭টি। তার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯৫।
আজ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। এবারের পুরস্কারটি জিতেছেন হেইলি ম্যাথুস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। গত বছর ১৪ ইনিংসে ৭০০ রান করেছেন তিনি। ১৩২.৩২ স্ট্রাইকরেটের বছরে ১ সেঞ্চুরির বিপরীতে ৪ ফিফটি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে ২০২৩ সালের সহযোগী দলের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। আর মেয়েদের হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল।

প্রথমবার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে পাকিস্তান ব্যাটার পেলেও আইসিসির এই পুরস্কারে এখন রাজ করছেন সূর্যকুমার যাদব।
রিজওয়ানের পর ২০২২ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে বর্ষসেরা হয়েছিলেন সুর্যকুমার। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতীয় ব্যাটার। টানা দ্বিতীয়বার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটার।
সেরা হতে পেছনে সূর্য ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং উগান্ডার আলপেস রামজানিকে। অবশ্য এক রকম অনুমিতই ছিল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবারও পুরস্কার জিতবেন তিনি। কেননা গত বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যানই ভারতীয় ব্যাটারের পক্ষে কথা বলেছে। আইসিসির পূর্ণ সদস্যে দলগুলোর ব্যাটারদের মধ্যে চার-ছক্কার সংস্করণে সর্বোচ্চ রান করেন তিনি।
সূর্য ১৭ ইনিংসে করেন ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়ের ইনিংসে সর্বশেষ বছর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৭টি। তার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯৫।
আজ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। এবারের পুরস্কারটি জিতেছেন হেইলি ম্যাথুস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। গত বছর ১৪ ইনিংসে ৭০০ রান করেছেন তিনি। ১৩২.৩২ স্ট্রাইকরেটের বছরে ১ সেঞ্চুরির বিপরীতে ৪ ফিফটি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে ২০২৩ সালের সহযোগী দলের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। আর মেয়েদের হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে