নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে হারেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলেন ১৪২ রানে। দাপট দেখিয়ে রীতিমতো বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানরা।
বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, এ রকম হতেই পারে। ভালো-খারাপ সময় আসে। তবে এই সিরিজের ভুলগুলো শুধরে বিশ্বকাপে খেলতে যেতে চান তাঁরা। আজ দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা ৩০-৪০ রান বেশি দিয়েছে। যদি আরেকটু সুশৃঙ্খল বোলিং করত তবে ২৮০-২৯০ রানে আটকানো যেত, হয়তো জয়ের একটা সম্ভাবনা থাকত, এই উইকেটে ৩৩১ রান অনেক বড় স্কোর।’
বাংলাদেশের টপ অর্ডাররা প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। আজ ২৫ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকেরা। টপ অর্ডারের ব্যর্থতাকে হারের বড় কারণ হিসেবে দেখছেন মিরাজ, ‘যদি টপ অর্ডার ভালো ইনিংস খেলতে পারত, মিডল অর্ডার তাদের দায়িত্ব শেষ করত, তাহলে আমাদের জন্য চাপ কমে যেত। হয়তো সব সিরিজ ভালো যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সিরিজ জিতেছি বিগত দিনে।’
ভারতের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে লড়তে হবে তাদের। মিরাজ অবশ্য এই সিরিজ হারকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। এই অলরাউন্ডার বলেছেন, আফগানিস্তান সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নেবেন তাঁরা, ‘আশা করি বিশ্বকাপের আগে, এ সিরিজের সমস্যাগুলো বের করে আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারব আমরা।’
সম্প্রতি তামিম ইকবালের ইস্যু নিয়ে মিরাজ যোগ করেন, ‘সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। এইভাবে তামিম ভাই অবসর নেবে কেউ আশা করেনি। সব খেলোয়াড়ের কাছেই খারাপ লেগেছিল। তবুও আমরা যেহেতু সিরিজে আছি, অনুশীলন করে ফেলেছি, খেলতে তো হবেই।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে হারেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলেন ১৪২ রানে। দাপট দেখিয়ে রীতিমতো বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানরা।
বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, এ রকম হতেই পারে। ভালো-খারাপ সময় আসে। তবে এই সিরিজের ভুলগুলো শুধরে বিশ্বকাপে খেলতে যেতে চান তাঁরা। আজ দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা ৩০-৪০ রান বেশি দিয়েছে। যদি আরেকটু সুশৃঙ্খল বোলিং করত তবে ২৮০-২৯০ রানে আটকানো যেত, হয়তো জয়ের একটা সম্ভাবনা থাকত, এই উইকেটে ৩৩১ রান অনেক বড় স্কোর।’
বাংলাদেশের টপ অর্ডাররা প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। আজ ২৫ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকেরা। টপ অর্ডারের ব্যর্থতাকে হারের বড় কারণ হিসেবে দেখছেন মিরাজ, ‘যদি টপ অর্ডার ভালো ইনিংস খেলতে পারত, মিডল অর্ডার তাদের দায়িত্ব শেষ করত, তাহলে আমাদের জন্য চাপ কমে যেত। হয়তো সব সিরিজ ভালো যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সিরিজ জিতেছি বিগত দিনে।’
ভারতের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে লড়তে হবে তাদের। মিরাজ অবশ্য এই সিরিজ হারকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। এই অলরাউন্ডার বলেছেন, আফগানিস্তান সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নেবেন তাঁরা, ‘আশা করি বিশ্বকাপের আগে, এ সিরিজের সমস্যাগুলো বের করে আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারব আমরা।’
সম্প্রতি তামিম ইকবালের ইস্যু নিয়ে মিরাজ যোগ করেন, ‘সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। এইভাবে তামিম ভাই অবসর নেবে কেউ আশা করেনি। সব খেলোয়াড়ের কাছেই খারাপ লেগেছিল। তবুও আমরা যেহেতু সিরিজে আছি, অনুশীলন করে ফেলেছি, খেলতে তো হবেই।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে