Ajker Patrika

রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে কারা খেলবে, তা ঠিক হয়ে গেছে গতকালই। লিগ পর্বে প্রত্যেক দলের এখনো এক-দুটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু শেষ চার ঠিক হয়ে যাওয়ায়, মাঠে বিপিএলের আমেজও যেন কিছুটা কম দেখা গেছে। গতকাল দর্শকে পূর্ণ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে দর্শকের উপস্থিতি তুলনামূলক কমই ছিল। 

মাঠে লড়াইয়ের ঝাঁজ অবশ্য ঠিকই ছিল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল কুমিল্লা। তবুও চট্টগ্রামের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি তারা। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে জয় নিয়েই ফিরেছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।

কুমিল্লার লক্ষ্য কী, তা বলার অপেক্ষা রাখে না—পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। শীর্ষ দুই দল খেলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার। সেখান জিতলেই ফাইনাল। হারলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই লড়াইটা অব্যাহতই রাখলেন ইমরুল কায়েসরা। 

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে কুমিল্লা। 

রিজওয়ানের ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে সহজেই ১৫৭ রান করে ফেলে কুমিল্লা। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন। 

এর আগে উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেট ১৫৬ রান করে চট্টগ্রাম। 

কুমিল্লার হয়ে পেসার হাসান আলি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৭ দিয়ে অফ-স্পিনার তানভীর ইসলামও নেন ২ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত