নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে কারা খেলবে, তা ঠিক হয়ে গেছে গতকালই। লিগ পর্বে প্রত্যেক দলের এখনো এক-দুটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু শেষ চার ঠিক হয়ে যাওয়ায়, মাঠে বিপিএলের আমেজও যেন কিছুটা কম দেখা গেছে। গতকাল দর্শকে পূর্ণ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে দর্শকের উপস্থিতি তুলনামূলক কমই ছিল।
মাঠে লড়াইয়ের ঝাঁজ অবশ্য ঠিকই ছিল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল কুমিল্লা। তবুও চট্টগ্রামের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি তারা। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে জয় নিয়েই ফিরেছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
কুমিল্লার লক্ষ্য কী, তা বলার অপেক্ষা রাখে না—পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। শীর্ষ দুই দল খেলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার। সেখান জিতলেই ফাইনাল। হারলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই লড়াইটা অব্যাহতই রাখলেন ইমরুল কায়েসরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে কুমিল্লা।
রিজওয়ানের ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে সহজেই ১৫৭ রান করে ফেলে কুমিল্লা। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেট ১৫৬ রান করে চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে পেসার হাসান আলি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৭ দিয়ে অফ-স্পিনার তানভীর ইসলামও নেন ২ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে কারা খেলবে, তা ঠিক হয়ে গেছে গতকালই। লিগ পর্বে প্রত্যেক দলের এখনো এক-দুটি করে ম্যাচ বাকি আছে। কিন্তু শেষ চার ঠিক হয়ে যাওয়ায়, মাঠে বিপিএলের আমেজও যেন কিছুটা কম দেখা গেছে। গতকাল দর্শকে পূর্ণ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে দর্শকের উপস্থিতি তুলনামূলক কমই ছিল।
মাঠে লড়াইয়ের ঝাঁজ অবশ্য ঠিকই ছিল। আগেই শেষ চার নিশ্চিত করেছিল কুমিল্লা। তবুও চট্টগ্রামের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি তারা। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে জয় নিয়েই ফিরেছে কুমিল্লা। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
কুমিল্লার লক্ষ্য কী, তা বলার অপেক্ষা রাখে না—পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। শীর্ষ দুই দল খেলবে সরাসরি প্রথম কোয়ালিফায়ার। সেখান জিতলেই ফাইনাল। হারলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই লড়াইটা অব্যাহতই রাখলেন ইমরুল কায়েসরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ১৫৬ রান করে চট্টগ্রাম। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে কুমিল্লা।
রিজওয়ানের ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে সহজেই ১৫৭ রান করে ফেলে কুমিল্লা। চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেট ১৫৬ রান করে চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে পেসার হাসান আলি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৭ দিয়ে অফ-স্পিনার তানভীর ইসলামও নেন ২ উইকেট।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে