
শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের ১০ উইকেটের জয়ের মধ্যে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টেরও সমাপ্তি হয়েছে আজ।
এবারের এশিয়া কাপ নিয়ে অবশ্য শুরু থেকে বেশ ঝামেলা ছিল। প্রথমত ‘হাইব্রিড মডেলের’ মধ্যে দিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত–পাকিস্তানের বৈরিতার সমাধান হলেও ঝামেলা বাধায় সহ আয়োজক শ্রীলঙ্কার বৃষ্টি। তবে এত সব ঝামেলার পরেও আজ এশিয়া কাপ শেষ হওয়ার পেছনে অনবদ্য অবদান রেখেছেন শ্রীলঙ্কার মাঠকর্মীরা। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় শেষ পর্যন্ত সুন্দর এক টুর্নামেন্টই হয়েছে।
মাঠকর্মীদের পরিশ্রমের মূল্যকে সম্মান জানাতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। পুরস্কারের ঘোষণাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এসিসির সভাপতি জয় শাহ। তিনি লিখেছেন, ‘ক্রিকেটের আনসাং হিরোদের জন্য বড় তালি। কলম্বো–ক্যান্ডির মাঠকর্মী ও কিউরেটরদের জন্য ৫৫ লাখ টাকা ঘোষণা করতে পেরে গর্ব অনুভব করছে এসিসি এবং এসএলসি।’
মাঠকর্মীদের প্রশংসা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ আরও লিখেছেন, ‘তাদের অটল প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম ২০২৩ এশিয়া কাপকে অবিস্মরণীয় টুর্নামেন্টে পরিণত করেছে। পিচের পূর্ণতা থেকে শুরু করে আউটফিল্ড পর্যন্ত তারা দুর্দান্ত কাজ করে রোমাঞ্চকর ক্রিকেট মঞ্চ নিশ্চিত করেছে। ক্রিকেটের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্বীকৃতি এই ব্যক্তিরা। আসুন তাদের দুর্দান্ত কাজগুলো উদ্যাপন এবং সম্মান করি।’
শ্রীলঙ্কায় হওয়া এবারের এশিয়া কাপের ম্যাচগুলোয় পরিচিত এক দৃশ্য ছিল মাঠকর্মীদের ছোটাছুটি। ক্যান্ডি ও কলম্বোতে বেরসিক বৃষ্টি তাঁদের একটুর জন্য বিশ্রাম নিতে দেয়নি। ধাপে ধাপে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার উপযোগী করতে তাঁদের নিরলস পরিশ্রম করতে হয়েছে। এমন আরও কয়েকগুণ আর্থিক পুরস্কার দিলেও তাঁদের পরিশ্রমের মূল্য অপূরণীয় থাকবে। এর আগে সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা–বিরাট কোহলিরাও।

শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের ১০ উইকেটের জয়ের মধ্যে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টেরও সমাপ্তি হয়েছে আজ।
এবারের এশিয়া কাপ নিয়ে অবশ্য শুরু থেকে বেশ ঝামেলা ছিল। প্রথমত ‘হাইব্রিড মডেলের’ মধ্যে দিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত–পাকিস্তানের বৈরিতার সমাধান হলেও ঝামেলা বাধায় সহ আয়োজক শ্রীলঙ্কার বৃষ্টি। তবে এত সব ঝামেলার পরেও আজ এশিয়া কাপ শেষ হওয়ার পেছনে অনবদ্য অবদান রেখেছেন শ্রীলঙ্কার মাঠকর্মীরা। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় শেষ পর্যন্ত সুন্দর এক টুর্নামেন্টই হয়েছে।
মাঠকর্মীদের পরিশ্রমের মূল্যকে সম্মান জানাতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। পুরস্কারের ঘোষণাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এসিসির সভাপতি জয় শাহ। তিনি লিখেছেন, ‘ক্রিকেটের আনসাং হিরোদের জন্য বড় তালি। কলম্বো–ক্যান্ডির মাঠকর্মী ও কিউরেটরদের জন্য ৫৫ লাখ টাকা ঘোষণা করতে পেরে গর্ব অনুভব করছে এসিসি এবং এসএলসি।’
মাঠকর্মীদের প্রশংসা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ আরও লিখেছেন, ‘তাদের অটল প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম ২০২৩ এশিয়া কাপকে অবিস্মরণীয় টুর্নামেন্টে পরিণত করেছে। পিচের পূর্ণতা থেকে শুরু করে আউটফিল্ড পর্যন্ত তারা দুর্দান্ত কাজ করে রোমাঞ্চকর ক্রিকেট মঞ্চ নিশ্চিত করেছে। ক্রিকেটের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্বীকৃতি এই ব্যক্তিরা। আসুন তাদের দুর্দান্ত কাজগুলো উদ্যাপন এবং সম্মান করি।’
শ্রীলঙ্কায় হওয়া এবারের এশিয়া কাপের ম্যাচগুলোয় পরিচিত এক দৃশ্য ছিল মাঠকর্মীদের ছোটাছুটি। ক্যান্ডি ও কলম্বোতে বেরসিক বৃষ্টি তাঁদের একটুর জন্য বিশ্রাম নিতে দেয়নি। ধাপে ধাপে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার উপযোগী করতে তাঁদের নিরলস পরিশ্রম করতে হয়েছে। এমন আরও কয়েকগুণ আর্থিক পুরস্কার দিলেও তাঁদের পরিশ্রমের মূল্য অপূরণীয় থাকবে। এর আগে সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা–বিরাট কোহলিরাও।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে