
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়—দুজনেরই কাছে গত দিনটা ছিল ভুলে যাওয়ার মতোই। আশানুরূপ পারফর্ম করতে পারেননি কেউই। এমনকি দুজনের দলই হেরেছে।
পাল্লেকেলেতে গতকাল বিকালে মুখোমুখি হয় গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩ উইকেট ১৮৮ রান করে গল। ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান করেছেন টিম সেইফার্ট। গলের জার্সিতে এই ম্যাচে ব্যাটিংয়ে নামা হয়নি সাকিবের। রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় কলম্বো স্ট্রাইকার্স। এরপর সাকিব বোলিং করলেও উইকেটের দেখা পাননি। ৪ ওভার বোলিং করে ৩০ রান খরচ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৫৯ বলে ১০৪ রান করে ম্যাচ-সেরা হয়েছেন কলম্বো স্ট্রাইকার্সের বাবর আজম।
দিনের দ্বিতীয় ম্যাচে হৃদয়ের জাফনা কিংসের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বোলিং করে জাফনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৩৪ রান করে ডাম্বুলা। রান তাড়া করতে নেমে জাফনার হয়ে তিন নম্বরে ব্যাটিং করেছেন হৃদয়। বাংলাদেশের এই ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক। বিনুরা ফার্নান্দোকে তুলে মারতে গিয়ে হৃদয় ডিপ মিড উইকেটে সাদিরা সামারাবিক্রমার তালুবন্দী হয়েছেন। এমনকি এই ম্যাচে ৯ রানে হেরে যায় জাফনা। ২০ ওভারে ৯ উইকেট ১২৫ রানে আটকে যায় জাফনার ইনিংস। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ডাম্বুলার হাসান আলি।
এই ম্যাচ দুটির পয়েন্ট টেবিলেও স্থান পরিবর্তন হয়েছে। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় শীর্ষস্থান থেকে ছিটকে এখন চারে জাফনা কিংস। আর গল টাইটানস এখন দ্বিতীয় স্থানে রয়েছে। গল, জাফনা দুটো দলই সমান ৪ পয়েন্ট পেয়েছে। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে ডাম্বুলা অরা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়—দুজনেরই কাছে গত দিনটা ছিল ভুলে যাওয়ার মতোই। আশানুরূপ পারফর্ম করতে পারেননি কেউই। এমনকি দুজনের দলই হেরেছে।
পাল্লেকেলেতে গতকাল বিকালে মুখোমুখি হয় গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩ উইকেট ১৮৮ রান করে গল। ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান করেছেন টিম সেইফার্ট। গলের জার্সিতে এই ম্যাচে ব্যাটিংয়ে নামা হয়নি সাকিবের। রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় কলম্বো স্ট্রাইকার্স। এরপর সাকিব বোলিং করলেও উইকেটের দেখা পাননি। ৪ ওভার বোলিং করে ৩০ রান খরচ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৫৯ বলে ১০৪ রান করে ম্যাচ-সেরা হয়েছেন কলম্বো স্ট্রাইকার্সের বাবর আজম।
দিনের দ্বিতীয় ম্যাচে হৃদয়ের জাফনা কিংসের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বোলিং করে জাফনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৩৪ রান করে ডাম্বুলা। রান তাড়া করতে নেমে জাফনার হয়ে তিন নম্বরে ব্যাটিং করেছেন হৃদয়। বাংলাদেশের এই ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক। বিনুরা ফার্নান্দোকে তুলে মারতে গিয়ে হৃদয় ডিপ মিড উইকেটে সাদিরা সামারাবিক্রমার তালুবন্দী হয়েছেন। এমনকি এই ম্যাচে ৯ রানে হেরে যায় জাফনা। ২০ ওভারে ৯ উইকেট ১২৫ রানে আটকে যায় জাফনার ইনিংস। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ডাম্বুলার হাসান আলি।
এই ম্যাচ দুটির পয়েন্ট টেবিলেও স্থান পরিবর্তন হয়েছে। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় শীর্ষস্থান থেকে ছিটকে এখন চারে জাফনা কিংস। আর গল টাইটানস এখন দ্বিতীয় স্থানে রয়েছে। গল, জাফনা দুটো দলই সমান ৪ পয়েন্ট পেয়েছে। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে ডাম্বুলা অরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৩ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
৪ ঘণ্টা আগে