Ajker Patrika

নাসিরের কোচকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
নাসিরের কোচকে শাস্তি দিল আইসিসি
আবুধাবি টি-টেন লিগে শোনা যাচ্ছে একের পর এক নিষেধাজ্ঞার ঘটনা। ছবি: ক্রিকইনফো

ফ্র্যাঞ্চাইজি লিগের কোচ-ক্রিকেটারদের নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন খুবই পরিচিত। এমন ঘটনায় গত কয়েক বছরে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে আবুধাবি টি-টেন লিগ। এই টুর্নামেন্টের দল পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচ সানি ধিলন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন ৬ বছরের নিষেধাজ্ঞা। এই দলে খেলেই নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন।

ধিলন সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছেন। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের কারণে এই নিষেধাজ্ঞা বলে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা বলেছে, ‘আইসিসি এবং তাদের সংশ্লিষ্ট দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের (ডাকো) মাধ্যমে এমন কর্মকাণ্ড বাধা পেয়েছিল। সেটা ছিল ইসিবির আচরণবিধির আওতাধীন।’ ধিলনের শাস্তির হিসেব হবে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বরে। পুনের সাবেক কোচের সেই নিষেধাজ্ঞা ছিল স্থগিত নিষেধাজ্ঞা। পূর্ণাঙ্গ শুনানি এবং মৌখিক ও লিখিত যুক্তিতর্কের ভিত্তিতে ধিলনের বিরুদ্ধে তিনটি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে।

কী কী অভিযোগে অভিযুক্ত ধিলন

অনুচ্ছেদ ২.১.১: ২০২১ আবুধাবি টি-টেনে কোনো পার্টির মাধ্যমে ফিক্সিং করা অথবা ম্যাচের কোনো একটা ঘটনার ওপর অবৈধ প্রভাব খাটাতে উৎসাহ জোগানো

অনুচ্ছেদ ২.৪.৪: দুর্নীতিবিরোধী নীতিমালার অধীনে কোনো কাজে জড়িত হওয়ার ব্যাপারে আভাস পেলেও সেটা ডাকোকে জানাতে ব্যর্থ হওয়া

অনুচ্ছেদ ২.৪.৬: দুর্নীতিবিরোধী নীতিমালার অধীনে ডাকোর তদন্ত কাজে সহযোগিতা না করা অথবা প্রত্যাখ্যান করা

২০২৩ এর সেপ্টেম্বরে যে আট কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, তাদেরই একজন ধিলন। অভিযুক্ত বাকি সাত জনের অন্যতম বাংলাদেশের নাসির হোসেন। নাসিরকে এ বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। নাসির ক্রিকেটে ফিরতে পারবেন আগামী বছরের ৭ এপ্রিল থেকে।

নাসিরকে নিষিদ্ধ করেই থেমে থাকেনি আইসিসি। এ বছরের আগস্টে ব্যাটিং কোচ আসহার জাইদি, পুনে ডেভিলসের দুই সহসত্বাধিকারী পরাগ সাঙভি ও কৃষাণ কুমার চৌধুরী-এই তিনজনকেও শাস্তি দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দলটির ব্যাটিং কোচ জাইদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে। সহ সত্ত্বাধিকারী সাঙভি,চৌধুরী দুজনই দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। জাইদি, সাঙভি, চৌধুরী প্রত্যেকেরই ছিল এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে পুনে ডেভিলসের কর্মকর্তারা শাস্তি পাচ্ছেন নিয়মিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত