Ajker Patrika

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশ সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ০২
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশ সালাউদ্দিন

লিগ পর্বে পয়েন্ট টেবিলের চারে থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে উঠেছে প্রাইম ব্যাংক। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মিরপুরে আগামীকাল তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। লড়াইয়ে নামার আগে আজ সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে প্রাইম ব্যাংক।

তবে দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লিগ পর্বের দুর্দান্ত শুরুটা সময়ের সঙ্গে ধরে রাখতে পারেনি প্রাইম ব্যাংক। ১০ ম্যাচে ৬ জয় দলটির। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছিল। তবে পরের পাঁচ ম্যাচে দাপট ধরে রাখতে পারেননি সালাউদ্দিনের শিষ্যরা। জয় মাত্র দুটিতে। এর পেছনে কারণ হিসেবে খেলোয়াড়দের ফিটনেস সমস্যাকে দায়ী করছেন সালাউদ্দিন। আজ মিরপুরে দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

শিরোপা জেতার স্বপ্ন দেখেন কি না—এমন প্রশ্নে হতাশাই ঝরল সালাউদ্দিনের কণ্ঠে, ‘আমার মনে হয় কোচ হিসেবে দলকে এখন ওই জায়গায় নেওয়া আমার জন্য কঠিন। এই মুহূর্তে দলের বেশির ভাগ খেলোয়াড় ফিট নেই। ওদের ফিটনেস তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না।'

মৌসুমের মাঝপথে এখন ফিটনেস নিয়ে কাজ করা কঠিন জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘মৌসুম শুরুর আগে থেকে ফিটনেস নিয়ে খেলোয়াড়দের কাজ করা উচিত। লিগ চলাকালীন ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ থাকে না। এবার লিগে সবচেয়ে বাজে ফিল্ডিং করা দল বোধহয় আমরা। সুপার লিগে এসব পরিপূর্ণ করা কঠিন হবে। আশা করব খেলোয়াড়েরা পরবর্তী মৌসুম থেকে ভালো প্রস্তুতি নিয়ে আসবে। আপনি ম্যাচের শেষ দিকে যত ভুল করবেন, তার মানে আপনি তত বেশি আনফিট। সাধারণত আমাদের দেশে এটা বেশি হয়।’

পেস বোলিং বিভাগ নিয়েও হতাশ সালাউদ্দিন। আন্তর্জাতিক ম্যাচ থাকায় মোস্তাফিজ-শরীফুলকে পায়নি প্রাইম ব্যাংক। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেও আইপিএল আর চোট সমস্যার কারণে কাউকে পাচ্ছে না তারা। সালাউদ্দিন জানালেন, ‘সব মিলিয়ে আমরা পেস বোলিংয়ে একটু খারাপ অবস্থায় আছি। মোস্তাফিজ-শরীফুল খেলতে পারছে না। এটার ঘাটতি মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পেস বোলিংয়ে ভালো করতে পারলে আমাদেরও জেতার (আবাহনীর বিপক্ষে) সম্ভাবনা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত