
আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত

আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩৮ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে