নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজের আগের পর্বেও বাংলাদেশ দলে লেগ স্পিনারের অভাব অনুভব করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সীমিত ওভারের ক্রিকেটে যেখানে লেগ স্পিনারদের দাপট দেখা যায়, সেখানে এত দিনেও বাংলাদেশ দলে একজন ভালো লেগ স্পিনারের দেখা মেলানি। লেগ স্পিনার এলেও দলে তাঁরা থিতু হতে পারেননি।
দ্বিতীয় ধাপে দায়িত্ব নিয়ে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে আবারও লেগ স্পিনারের দিকে নজর দিয়েছেন। সেটির ফল হিসেবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে রিশাদ হোসেনকে দলের সঙ্গে রেখেছেন হাথুরু। নেটে নিয়মিত বোলিং করিয়ে তাঁকে পরখ করেছেন কোচ। স্পিন কোচ রঙ্গনা হেরাথের পর্যবেক্ষণে ছিলেন রিশাদ। অবশেষে আজ সুখবরও পেলেন এ লেগ স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি।
এবারই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ। বাংলাদেশ দলে সুযোগ পেয়ে ২০ বছর বয়সী লেগ স্পিনার বলেন, ‘আগে ডাক পেয়েছি বা দলের সঙ্গে ছিলাম, ওটা নিয়ে ভাবছি না। এখন যেহেতু ডেকেছে, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
নেটে নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করেছেন রিশাদ। এখন নিজেকে প্রমাণের করার দিকেই তাঁর নজর, ‘(জাতীয় দলের) নেটে বোলিং করতাম, ঠিক আছে। তখন হয়তো আমার কিছু ঘাটতি ছিল। ওগুলো নিয়ে কাজ করতাম। ওইটা আমি ইনশাআল্লাহ প্রমাণ করার চেষ্টা করব। (খেলার সুযোগ না পাওয়া) আসলে সমস্যা না। আমি সব সময় প্রস্তুত ছিলাম। প্রস্তুতি ম্যাচ খেলছিলাম, নেটে অনুশীলন করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি আছে।’
বাংলাদেশ দলে লেগ স্পিনাররা সুযোগ পেলেও থিতু হতে পারেন না। এ নিয়ে রিশাদ খুব একটা চিন্তিত নন। তিনি আশাবাদী, হারিয়ে যাবেন না, ‘আমি আসলে এত কিছু (লেগ স্পিনাররা হারিয়ে যায়) চিন্তা করি না। আমার চিন্তাভাবনা, খেললে যেন অনেক দিন খেলতে পারি, যেন লম্বা সময় খেলতে পারি।’

নিজের আগের পর্বেও বাংলাদেশ দলে লেগ স্পিনারের অভাব অনুভব করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সীমিত ওভারের ক্রিকেটে যেখানে লেগ স্পিনারদের দাপট দেখা যায়, সেখানে এত দিনেও বাংলাদেশ দলে একজন ভালো লেগ স্পিনারের দেখা মেলানি। লেগ স্পিনার এলেও দলে তাঁরা থিতু হতে পারেননি।
দ্বিতীয় ধাপে দায়িত্ব নিয়ে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে আবারও লেগ স্পিনারের দিকে নজর দিয়েছেন। সেটির ফল হিসেবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে রিশাদ হোসেনকে দলের সঙ্গে রেখেছেন হাথুরু। নেটে নিয়মিত বোলিং করিয়ে তাঁকে পরখ করেছেন কোচ। স্পিন কোচ রঙ্গনা হেরাথের পর্যবেক্ষণে ছিলেন রিশাদ। অবশেষে আজ সুখবরও পেলেন এ লেগ স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি।
এবারই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিশাদ। বাংলাদেশ দলে সুযোগ পেয়ে ২০ বছর বয়সী লেগ স্পিনার বলেন, ‘আগে ডাক পেয়েছি বা দলের সঙ্গে ছিলাম, ওটা নিয়ে ভাবছি না। এখন যেহেতু ডেকেছে, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
নেটে নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করেছেন রিশাদ। এখন নিজেকে প্রমাণের করার দিকেই তাঁর নজর, ‘(জাতীয় দলের) নেটে বোলিং করতাম, ঠিক আছে। তখন হয়তো আমার কিছু ঘাটতি ছিল। ওগুলো নিয়ে কাজ করতাম। ওইটা আমি ইনশাআল্লাহ প্রমাণ করার চেষ্টা করব। (খেলার সুযোগ না পাওয়া) আসলে সমস্যা না। আমি সব সময় প্রস্তুত ছিলাম। প্রস্তুতি ম্যাচ খেলছিলাম, নেটে অনুশীলন করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি আছে।’
বাংলাদেশ দলে লেগ স্পিনাররা সুযোগ পেলেও থিতু হতে পারেন না। এ নিয়ে রিশাদ খুব একটা চিন্তিত নন। তিনি আশাবাদী, হারিয়ে যাবেন না, ‘আমি আসলে এত কিছু (লেগ স্পিনাররা হারিয়ে যায়) চিন্তা করি না। আমার চিন্তাভাবনা, খেললে যেন অনেক দিন খেলতে পারি, যেন লম্বা সময় খেলতে পারি।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে