
নারী-পুরুষ সমান ম্যাচ ফির ঘোষণা গত বছর দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার তাদের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এখন থেকে দক্ষিণ আফ্রিকার ছেলে-মেয়ে উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নারী-পুরুষ উভয়েরই সমান ম্যাচ ফির ঘোষণা গতকাল দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পেয়ে থাকেন সাড়ে ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪ লাখ ৯৩ হাজার টাকা। প্রত্যেক ওয়ানডের জন্য ১ হাজার ২০০ ডলার (১ লাখ ৩১ হাজার টাকা) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য ৮০০ ডলার (৮৭ হাজার ৭২১ টাকা) পেয়ে থাকেন প্রোটিয়া ছেলে ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ১১ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হবে। আগে চুক্তিতে ছিলেন ছয় ক্রিকেটার। গত দুই বছরে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর এ বছর ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়ারা। ছেলে-মেয়ে সব ধরনের ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো দলের ফাইনাল।
এ ছাড়া আইসিসি ইভেন্টে নারী-পুরুষ উভয় ক্রিকেটাররা সমান প্রাইজমানি পাবেন। গত জুলাইয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা তা ঘোষণা করেছে। ২০৩০-এর মধ্যে তা কার্যকর হবে। ২০২০ ও ২০২৩ নারীদের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা)। দুই টুর্নামেন্টেই রানার্সআপ দল পেয়েছিল ৫ লাখ ডলার (৫ কোটি ৪৭ লাখ টাকা)। আর ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার (৩৮ কোটি ৩০ লাখ টাকা)। এর আগে ২০১৭ সালে ছিল ২০ লাখ ডলার (২১ কোটি ৮৮ লাখ টাকা)।

নারী-পুরুষ সমান ম্যাচ ফির ঘোষণা গত বছর দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার তাদের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এখন থেকে দক্ষিণ আফ্রিকার ছেলে-মেয়ে উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নারী-পুরুষ উভয়েরই সমান ম্যাচ ফির ঘোষণা গতকাল দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পেয়ে থাকেন সাড়ে ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪ লাখ ৯৩ হাজার টাকা। প্রত্যেক ওয়ানডের জন্য ১ হাজার ২০০ ডলার (১ লাখ ৩১ হাজার টাকা) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য ৮০০ ডলার (৮৭ হাজার ৭২১ টাকা) পেয়ে থাকেন প্রোটিয়া ছেলে ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ১১ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হবে। আগে চুক্তিতে ছিলেন ছয় ক্রিকেটার। গত দুই বছরে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর এ বছর ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়ারা। ছেলে-মেয়ে সব ধরনের ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো দলের ফাইনাল।
এ ছাড়া আইসিসি ইভেন্টে নারী-পুরুষ উভয় ক্রিকেটাররা সমান প্রাইজমানি পাবেন। গত জুলাইয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা তা ঘোষণা করেছে। ২০৩০-এর মধ্যে তা কার্যকর হবে। ২০২০ ও ২০২৩ নারীদের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা)। দুই টুর্নামেন্টেই রানার্সআপ দল পেয়েছিল ৫ লাখ ডলার (৫ কোটি ৪৭ লাখ টাকা)। আর ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার (৩৮ কোটি ৩০ লাখ টাকা)। এর আগে ২০১৭ সালে ছিল ২০ লাখ ডলার (২১ কোটি ৮৮ লাখ টাকা)।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১৭ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে