Ajker Patrika

ছেলে থেকে মেয়ে হলেন সাবেক ভারতীয় ক্রিকেটারের সন্তান

ক্রীড়া ডেস্ক    
আরিয়ান থেকে আনায়া হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান। ছবি: সংগৃহীত
আরিয়ান থেকে আনায়া হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান। ছবি: সংগৃহীত

লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরিয়ান নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন আনায়া। এতে শেষ হয়ে গেল তাঁর পেশাদার ক্রিকেট খেলার স্বপ্নও! সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন আনায়া বাঙ্গার। এ নামেই এখন তাঁর অ্যাকাউন্ট।

আরিয়ানের স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। খেলা শুরুও করেছিলেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এ বাঁহাতি ব্যাটার।

আরিয়ানের বাবা সঞ্জয় ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচও ছিলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচও ছিলেন সঞ্জয়। তাঁর সন্তান আরিয়ান ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। পরিকল্পনামতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ করেন। গত ১০ মাস ধরে চলেছে প্রক্রিয়া।

সেই সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনায়া। ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’

লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে আনায়াকে। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিতরা মহিলাদের ক্রিকেট খেলতে পারবেন না। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখাতে এ নিয়ম করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত