ক্রীড়া ডেস্ক
লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরিয়ান নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন আনায়া। এতে শেষ হয়ে গেল তাঁর পেশাদার ক্রিকেট খেলার স্বপ্নও! সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন আনায়া বাঙ্গার। এ নামেই এখন তাঁর অ্যাকাউন্ট।
আরিয়ানের স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। খেলা শুরুও করেছিলেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এ বাঁহাতি ব্যাটার।
আরিয়ানের বাবা সঞ্জয় ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচও ছিলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচও ছিলেন সঞ্জয়। তাঁর সন্তান আরিয়ান ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। পরিকল্পনামতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ করেন। গত ১০ মাস ধরে চলেছে প্রক্রিয়া।
সেই সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনায়া। ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে আনায়াকে। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিতরা মহিলাদের ক্রিকেট খেলতে পারবেন না। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখাতে এ নিয়ম করা হয়।
লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরিয়ান নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন আনায়া। এতে শেষ হয়ে গেল তাঁর পেশাদার ক্রিকেট খেলার স্বপ্নও! সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন আনায়া বাঙ্গার। এ নামেই এখন তাঁর অ্যাকাউন্ট।
আরিয়ানের স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। খেলা শুরুও করেছিলেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এ বাঁহাতি ব্যাটার।
আরিয়ানের বাবা সঞ্জয় ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচও ছিলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচও ছিলেন সঞ্জয়। তাঁর সন্তান আরিয়ান ২০২১ সালে সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের। পরিকল্পনামতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ করেন। গত ১০ মাস ধরে চলেছে প্রক্রিয়া।
সেই সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনায়া। ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরও একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে আনায়াকে। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিতরা মহিলাদের ক্রিকেট খেলতে পারবেন না। মহিলা ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখাতে এ নিয়ম করা হয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪ জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
২৩ মিনিট আগেচেলসি ও পিএসজি যখন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে, তখন কেউ হয়তো কল্পনাও করে না, একসময় এমনই এক খেতাবের জন্য লড়েছিল ইংল্যান্ডের কাউন্টি ডারহামের একটি অপেশাদার দল—ওয়েস্ট অকল্যান্ড টাউন এফসি। ইংল্যান্ডের ফুটবল কাঠামোর নবম স্তরের দলটি আজও ফিফার স্বীকৃত প্রথম ‘বিশ্বচ্যাম্পিয়ন’।
৩ ঘণ্টা আগেমর্মান্তিক দুর্ঘটনায় জীবন থেমে গেছে পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। তবে লিভারপুল চায় না, সে স্মৃতি কখনো মুছে যাক। জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরতরে ২০ নম্বর জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি।
৬ ঘণ্টা আগেম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। তবে এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় তারা। যোগ্যতা অর্জন করেছিল ইউরোপা লিগে খেলার। তবে সেই যোগ্যতা এবার কেড়ে নিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।
৬ ঘণ্টা আগে