নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে

বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে চলে যাওয়ায় দিল্লিতে এখন বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই আলোচনায় থাকল দিল্লির ভয়াবহ বায়ুদূষণ। কিন্তু ম্যাচের দিন স্বস্তির খবর, দূষণকে পেছনে ঠেলে ঝকঝক রোদ্দুর স্বাগত জানাল দুই দলকে।
গত কদিনে দিল্লির দুপুর ডুবে ছিল ধোঁয়ায়। কিন্তু আজ আর ধোঁয়াচ্ছন্ন দিন নয়, একেবারে ঝলমলে দুপুরের দেখা মিলেছে। তার মানে ঠিক সময়েই ম্যাচটা শুরু হয়ে যাবে। এরই মধ্যে দুই দল এসে গেছে মাঠে। গা গরম করে নিচ্ছে ম্যাচের আগে।
দিল্লির বায়ুদূষণে শ্রীলঙ্কার অতীত অভিজ্ঞতা আবার খুব একটা ভালো নয়। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে বমি করে দিয়েছিলেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটাররা। গত দুদিনে গুঞ্জন ছড়ায় শ্রীলঙ্কা নাকি ম্যাচটা এখান থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে। যদিও কাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা পরিষ্কার করেছেন, তাঁরা এ ধরনের কোনো অনুরোধই করেননি। তবে তাঁরা আইসিসির কাছে জানতে চেয়েছিলেন দিল্লির পরিস্থিতি নিয়ে।
বাংলাদেশেরও অভিজ্ঞতা আছে বায়ুদূষণের মধ্যে খেলা। ২০১৯ সালের নভেম্বরে এই দিল্লিতেই দূষণের মধ্যে খেলে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছিল ভারতকে। ওই একটি ম্যাচই বাংলাদেশ খেলেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। এই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা অনেকটা দিল্লির দূষণের মতো। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে যেমন কিছুই পরিষ্কার দেখা যায় না, বাংলাদেশও তেমনি কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না! বিশ্বকাপে নিজেদের বাকি দুটি ম্যাচ, চ্যাম্পিয়নস ট্রফি—বাংলাদেশের অনেক কিছুই এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। প্রশ্ন উঠেছে হাথুরুর ভবিষ্যৎ নিয়েও। প্রশ্ন এত জমেছে, দিল্লির দূষণের চেয়ে বাংলাদেশকে বেশি ভাবতে হচ্ছে নিজেদের পারফরম্যান্স নিয়েই।
আজ দুপুরে দিল্লির দূষণের প্রভাব ম্যাচে তেমন না থাকলেও সন্ধ্যা-রাতে কেমন থাকে, সেটা দেখার বিষয়। দূষণের সঙ্গে দুই দলকে রাতের শিশির নিয়েও ভাবতে হচ্ছে।

বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে চলে যাওয়ায় দিল্লিতে এখন বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই আলোচনায় থাকল দিল্লির ভয়াবহ বায়ুদূষণ। কিন্তু ম্যাচের দিন স্বস্তির খবর, দূষণকে পেছনে ঠেলে ঝকঝক রোদ্দুর স্বাগত জানাল দুই দলকে।
গত কদিনে দিল্লির দুপুর ডুবে ছিল ধোঁয়ায়। কিন্তু আজ আর ধোঁয়াচ্ছন্ন দিন নয়, একেবারে ঝলমলে দুপুরের দেখা মিলেছে। তার মানে ঠিক সময়েই ম্যাচটা শুরু হয়ে যাবে। এরই মধ্যে দুই দল এসে গেছে মাঠে। গা গরম করে নিচ্ছে ম্যাচের আগে।
দিল্লির বায়ুদূষণে শ্রীলঙ্কার অতীত অভিজ্ঞতা আবার খুব একটা ভালো নয়। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে বমি করে দিয়েছিলেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটাররা। গত দুদিনে গুঞ্জন ছড়ায় শ্রীলঙ্কা নাকি ম্যাচটা এখান থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে। যদিও কাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা পরিষ্কার করেছেন, তাঁরা এ ধরনের কোনো অনুরোধই করেননি। তবে তাঁরা আইসিসির কাছে জানতে চেয়েছিলেন দিল্লির পরিস্থিতি নিয়ে।
বাংলাদেশেরও অভিজ্ঞতা আছে বায়ুদূষণের মধ্যে খেলা। ২০১৯ সালের নভেম্বরে এই দিল্লিতেই দূষণের মধ্যে খেলে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছিল ভারতকে। ওই একটি ম্যাচই বাংলাদেশ খেলেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। এই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা অনেকটা দিল্লির দূষণের মতো। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে যেমন কিছুই পরিষ্কার দেখা যায় না, বাংলাদেশও তেমনি কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না! বিশ্বকাপে নিজেদের বাকি দুটি ম্যাচ, চ্যাম্পিয়নস ট্রফি—বাংলাদেশের অনেক কিছুই এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। প্রশ্ন উঠেছে হাথুরুর ভবিষ্যৎ নিয়েও। প্রশ্ন এত জমেছে, দিল্লির দূষণের চেয়ে বাংলাদেশকে বেশি ভাবতে হচ্ছে নিজেদের পারফরম্যান্স নিয়েই।
আজ দুপুরে দিল্লির দূষণের প্রভাব ম্যাচে তেমন না থাকলেও সন্ধ্যা-রাতে কেমন থাকে, সেটা দেখার বিষয়। দূষণের সঙ্গে দুই দলকে রাতের শিশির নিয়েও ভাবতে হচ্ছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৮ ঘণ্টা আগে