
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর থেকে সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ সবাই তোপ দাগছেন রোহিত শর্মাদের নিয়ে। তাদের কোচ গৌতম গম্ভীরও আছেন ঝামেলার মধ্যে।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণে ভারত এখন বেশ চাপে আছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ ভারতের বাকি নেই এই সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততেই হবে ফাইনালে উঠতে। এই সিরিজটা গম্ভীরের জন্য বেশ চাপেরও বটে। কারণ ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) গম্ভীরের
ক্ষমতা আরও কমিয়ে দেওয়া হবে যদি অস্ট্রেলিয়া সফরে ভারত বাজে খেলে। বোঝাই যাচ্ছে, ভারতের নির্বাচক কমিটিতে আগে যে প্রভাব তিনি খাটাতে পারবেন, অস্ট্রেলিয়া সিরিজের ফল খারাপ হলে ভবিষ্যতে সেটাও করতে পারবেন না গম্ভীর।
গম্ভীরের ভারতীয় বোর্ডে কী ক্ষমতা যে রয়েছে, সেটা বোঝা গেছে বোর্ডের এক কর্মকর্তার কথায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের সিনিয়র এক সূত্র পিটিআইকে বলেছেন,‘গৌতম গম্ভীরকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটা তার পূর্বসুরী রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের ছিল না। বিসিসিআইয়ের নিয়মের মধ্যেই ছিল না নির্বাচক কমিটির সভার অংশ কোচ হতে পারবেন। তবে অস্ট্রেলিয়া সফরে দল নির্বাচনের সভার কারণে ব্যতিক্রমী কিছু করতে হয়েছিল। সফরের গুরুত্ব বুঝে প্রধান কোচ অংশ নিতে পারতেন নির্বাচকদের সভায়।’
অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে গম্ভীরের জোরাজুরিতেই নাকি হারশিত রানা ও নিতীশ রেড্ডিকে ভারত নিয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। এছাড়াও মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে মোহাম্মদ সিরাজকে চারে ব্যাটিং করতে পাঠানো গম্ভীরের বাজে কৌশল বলে সমালোচিত হচ্ছে। শুক্রবার ম্যাচের প্রথম দিনের শেষ সেশনে বিরাট কোহলি, সরফরাজ খান থাকলেও সিরাজকে পাঠানো হয়।
২৫ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার–গাভাস্কার ট্রফির দল ঘোষণা করেছিল বিসিসিআই।এই সিরিজেও অধিনায়ক রোহিত। তাঁর সতীর্থ হিসেবে থাকছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, কোহলি,রোহিত, জাদেজা, অশ্বিন-এই চার ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই। তাতে মনে হচ্ছে খুব সম্ভবত ৪ সিনিয়র ক্রিকেটার একসঙ্গে ভারতের মাঠে শেষ টেস্ট খেলে ফেলেছেন। সব কিছুই নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার ট্রফির ওপর।
২৯ জুন বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই প্রধান কোচের পদে রাহুল দ্রাবিড়ের থাকার মেয়াদ ফুরিয়েছে। জুলাইয়ে প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরই গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে পেয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের মাঠে তাদের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরুটা দারুণ হয়েছিল তাঁর। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-০ ব্যবধানে হেরে বসে। তাতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়ের ২৭ বছরের অপেক্ষা ফুরোয়। পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে গম্ভীরের অধীনে ভারত ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি-পাঁচটি ম্যাচ জিতেছে হেসেখেলে।

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর থেকে সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ সবাই তোপ দাগছেন রোহিত শর্মাদের নিয়ে। তাদের কোচ গৌতম গম্ভীরও আছেন ঝামেলার মধ্যে।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণে ভারত এখন বেশ চাপে আছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ ভারতের বাকি নেই এই সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততেই হবে ফাইনালে উঠতে। এই সিরিজটা গম্ভীরের জন্য বেশ চাপেরও বটে। কারণ ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) গম্ভীরের
ক্ষমতা আরও কমিয়ে দেওয়া হবে যদি অস্ট্রেলিয়া সফরে ভারত বাজে খেলে। বোঝাই যাচ্ছে, ভারতের নির্বাচক কমিটিতে আগে যে প্রভাব তিনি খাটাতে পারবেন, অস্ট্রেলিয়া সিরিজের ফল খারাপ হলে ভবিষ্যতে সেটাও করতে পারবেন না গম্ভীর।
গম্ভীরের ভারতীয় বোর্ডে কী ক্ষমতা যে রয়েছে, সেটা বোঝা গেছে বোর্ডের এক কর্মকর্তার কথায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের সিনিয়র এক সূত্র পিটিআইকে বলেছেন,‘গৌতম গম্ভীরকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটা তার পূর্বসুরী রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের ছিল না। বিসিসিআইয়ের নিয়মের মধ্যেই ছিল না নির্বাচক কমিটির সভার অংশ কোচ হতে পারবেন। তবে অস্ট্রেলিয়া সফরে দল নির্বাচনের সভার কারণে ব্যতিক্রমী কিছু করতে হয়েছিল। সফরের গুরুত্ব বুঝে প্রধান কোচ অংশ নিতে পারতেন নির্বাচকদের সভায়।’
অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে গম্ভীরের জোরাজুরিতেই নাকি হারশিত রানা ও নিতীশ রেড্ডিকে ভারত নিয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। এছাড়াও মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে মোহাম্মদ সিরাজকে চারে ব্যাটিং করতে পাঠানো গম্ভীরের বাজে কৌশল বলে সমালোচিত হচ্ছে। শুক্রবার ম্যাচের প্রথম দিনের শেষ সেশনে বিরাট কোহলি, সরফরাজ খান থাকলেও সিরাজকে পাঠানো হয়।
২৫ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার–গাভাস্কার ট্রফির দল ঘোষণা করেছিল বিসিসিআই।এই সিরিজেও অধিনায়ক রোহিত। তাঁর সতীর্থ হিসেবে থাকছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, কোহলি,রোহিত, জাদেজা, অশ্বিন-এই চার ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই। তাতে মনে হচ্ছে খুব সম্ভবত ৪ সিনিয়র ক্রিকেটার একসঙ্গে ভারতের মাঠে শেষ টেস্ট খেলে ফেলেছেন। সব কিছুই নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার ট্রফির ওপর।
২৯ জুন বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই প্রধান কোচের পদে রাহুল দ্রাবিড়ের থাকার মেয়াদ ফুরিয়েছে। জুলাইয়ে প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরই গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে পেয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কানদের মাঠে তাদের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরুটা দারুণ হয়েছিল তাঁর। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-০ ব্যবধানে হেরে বসে। তাতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়ের ২৭ বছরের অপেক্ষা ফুরোয়। পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে গম্ভীরের অধীনে ভারত ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি-পাঁচটি ম্যাচ জিতেছে হেসেখেলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে