নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া চণ্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সিরিজ। ভারত বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে হাথুরু কতটা পরীক্ষা-নিরীক্ষা করেন, সেটা আগ্রহের কেন্দ্রে। তবে আগামীকাল প্রথম ওয়ানডে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, প্রথম দুই ওয়ানডেতে খুব একটা পরিবর্তন দেখছেন না তিনি।
প্রথম ওয়ানডেতে সব সিনিয়র মানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম—চারজনকে একসঙ্গে একাদশে রাখা হবে কি না প্রশ্নে হাথুরু বলেছেন, ‘আমার মনে হয় না প্রথম দুই ম্যাচে খুব একটা পরিবর্তন আসবে। কারণ আমরা এভাবে সাফল্য পাচ্ছি। শুধু কন্ডিশনের ওপর বিবেচনা করে কম্বিনেশন ঠিক করা হবে।’ বোঝাই যাচ্ছে, রাসেল ডমিঙ্গোর রেখে যাওয়া দলে প্রথম দুই ওয়ানডেতে অন্তত খুব একটা অদলবদল হচ্ছে না।
২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। নিজের রেখে যাওয়া সেই দল এখন আরও উন্নতি করেছে বলে মনে করেন তিনি, ‘আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য গত কদিন ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতি দারুণ হয়েছে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমি মনে করি, গত কদিনে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ম্যাচের আবহে অনুশীলন করেছি। ক্রিকেটারদের নিবেদন দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় তারা সব দিক থেকে প্রস্তুত।’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া চণ্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সিরিজ। ভারত বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে হাথুরু কতটা পরীক্ষা-নিরীক্ষা করেন, সেটা আগ্রহের কেন্দ্রে। তবে আগামীকাল প্রথম ওয়ানডে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, প্রথম দুই ওয়ানডেতে খুব একটা পরিবর্তন দেখছেন না তিনি।
প্রথম ওয়ানডেতে সব সিনিয়র মানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম—চারজনকে একসঙ্গে একাদশে রাখা হবে কি না প্রশ্নে হাথুরু বলেছেন, ‘আমার মনে হয় না প্রথম দুই ম্যাচে খুব একটা পরিবর্তন আসবে। কারণ আমরা এভাবে সাফল্য পাচ্ছি। শুধু কন্ডিশনের ওপর বিবেচনা করে কম্বিনেশন ঠিক করা হবে।’ বোঝাই যাচ্ছে, রাসেল ডমিঙ্গোর রেখে যাওয়া দলে প্রথম দুই ওয়ানডেতে অন্তত খুব একটা অদলবদল হচ্ছে না।
২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। নিজের রেখে যাওয়া সেই দল এখন আরও উন্নতি করেছে বলে মনে করেন তিনি, ‘আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’
ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য গত কদিন ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতি দারুণ হয়েছে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমি মনে করি, গত কদিনে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ম্যাচের আবহে অনুশীলন করেছি। ক্রিকেটারদের নিবেদন দেখে আমার দারুণ লেগেছে। আমার মনে হয় তারা সব দিক থেকে প্রস্তুত।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে