
দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।

দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৮ ঘণ্টা আগে