
দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।

দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে