নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলিংয়ে লাইন-লেংথ ঠিকভাবে ধরে রাখতে পারেনি বাংলাদেশ বোলাররা। ব্যাটিংয়ে ঝড় তুললেন জিম্বাবুয়ান ব্যাটাররা। এক প্রান্তে ওয়াসলি মাদহেভেরে আর অপর প্রান্তে সিকান্দার রাজা। দুজনের ৯১ রানের জুটিতে টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ও বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকেরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। জিততে হলে ২০৬ রান করতে হবে নুরুল হাসান সোহানদের।
উদ্বোধনী জুটিটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৮ রান করে নাজমুল হোসেন শান্তের ক্যাচে ফেরেন রেগিস চাকাভা।
তিনে এসে শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন মাদহেভেরে। এক প্রান্তে আরভিন অন্য প্রান্তে মাদহেভেরে মিলে দ্রুত রান তোলায় মনোযোগ দেন। তাঁদের ২৮ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। ২১ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক।
চতুর্থ উইকেটের জুটিতে মাদহেভেরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন শন উইলিয়ামস। দলীয় রান দ্রুত এগিয়ে নেন এই দুই ব্যাটার। তাঁদের ৫৬ রানের জুটি ভাঙলে ফেরেন উইলিয়ামস (১৯ বলে ৩৩)। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হন তিনি।
তিন উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের ওপর তোপ ঝাড়েন মাদহেভেরে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সিকান্দার রাজা। ৩৭ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তোলেন মাদহেভেরে। চতুর্থ উইকেটের রাজার সঙ্গে ঝড় তোলেন তিনি। ২৩ বলে ফিফটি তোলেন রাজাও। শেষ ওভারে চোটে রিটার্ডহার্ট হন মাদভেরে। তবে ঝোড়ো ব্যাট করা রাজার ৬৫ রানের অপরাজিত ইনিংসে ২০৫ রান তোলে স্বাগতিকেরা।

বোলিংয়ে লাইন-লেংথ ঠিকভাবে ধরে রাখতে পারেনি বাংলাদেশ বোলাররা। ব্যাটিংয়ে ঝড় তুললেন জিম্বাবুয়ান ব্যাটাররা। এক প্রান্তে ওয়াসলি মাদহেভেরে আর অপর প্রান্তে সিকান্দার রাজা। দুজনের ৯১ রানের জুটিতে টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ও বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকেরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। জিততে হলে ২০৬ রান করতে হবে নুরুল হাসান সোহানদের।
উদ্বোধনী জুটিটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৮ রান করে নাজমুল হোসেন শান্তের ক্যাচে ফেরেন রেগিস চাকাভা।
তিনে এসে শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন মাদহেভেরে। এক প্রান্তে আরভিন অন্য প্রান্তে মাদহেভেরে মিলে দ্রুত রান তোলায় মনোযোগ দেন। তাঁদের ২৮ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। ২১ রান করে ফেরেন স্বাগতিক অধিনায়ক।
চতুর্থ উইকেটের জুটিতে মাদহেভেরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন শন উইলিয়ামস। দলীয় রান দ্রুত এগিয়ে নেন এই দুই ব্যাটার। তাঁদের ৫৬ রানের জুটি ভাঙলে ফেরেন উইলিয়ামস (১৯ বলে ৩৩)। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হন তিনি।
তিন উইকেট হারালেও বাংলাদেশের বোলারদের ওপর তোপ ঝাড়েন মাদহেভেরে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সিকান্দার রাজা। ৩৭ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তোলেন মাদহেভেরে। চতুর্থ উইকেটের রাজার সঙ্গে ঝড় তোলেন তিনি। ২৩ বলে ফিফটি তোলেন রাজাও। শেষ ওভারে চোটে রিটার্ডহার্ট হন মাদভেরে। তবে ঝোড়ো ব্যাট করা রাজার ৬৫ রানের অপরাজিত ইনিংসে ২০৫ রান তোলে স্বাগতিকেরা।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে