ক্রীড়া ডেস্ক

হারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মোস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। ৩-এর চেয়েও কম ইকোনমিতে বোলিং করেছেন (২.৮৬ ইকোনমি)। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহমেদ দানিয়ালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন মোস্তাফিজ। এই উইকেটেই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৬ উইকেট এখন মোস্তাফিজের। তাঁর পর এই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট।
ম্যাচ শেষে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘সুযোগ পেলে আমি চেষ্টা করেছি রান নেওয়ার। মোস্তাফিজ যে বিশ্বমানের বোলার, সেটা আমরা সবাই জানি। নিজের পরিকল্পনা অনুযায়ী এগোতে চেয়েছি। এই বোলারের ওভারে কত রান নেব, পরের ওভারে কত নেব—পরিকল্পনা ছিল এমন।’
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে বেকায়দায় পড়লেও ফাহিম বাংলাদেশের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ান। শেষ দুই ওভারে হাতে ২ উইকেট নিয়ে পাকিস্তানের দরকার ছিল ২৮ রান। তখন রিশাদ হোসেনের ওভার থেকে পাকিস্তান নেয় ১৫ রান। যার মধ্যে ফাহিম একটি ছক্কাও মেরেছেন। সেই ওভারের শেষ বলে ফাহিমকে ফিরিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে করে দেন রিশাদ। ৩২ বলে চারটি করে চার ও ছক্কায় ৫১ রানের ইনিংস খেলা ফাহিম বলেন, ‘চেয়েছিলাম রিশাদের ওভারে যত বেশি রান তুলতে পারি। শেষ ওভারের জন্য কম রান রাখতে চেয়েছিলাম।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন দানিয়াল। ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে নেমে ১১ বলে ১৭ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি। ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশ যখন উল্লাসে ব্যস্ত, দানিয়াল তখন হতাশ। অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে ফাহিম বলেন, ‘সে দারুণ অলরাউন্ডার। ব্যাটিং দারুণ করে। পাকিস্তানের সবাই জানে তার ব্যাটিং নিয়ে। আগেও ভালো করেছে ব্যাটিংয়ে।সামনেও দেখতে পাবেন ইনশা আল্লাহ।’
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ আগেভাগেই সিরিজ জিতে গেছে। মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এটি।

হারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মোস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। ৩-এর চেয়েও কম ইকোনমিতে বোলিং করেছেন (২.৮৬ ইকোনমি)। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহমেদ দানিয়ালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন মোস্তাফিজ। এই উইকেটেই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৬ উইকেট এখন মোস্তাফিজের। তাঁর পর এই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট।
ম্যাচ শেষে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘সুযোগ পেলে আমি চেষ্টা করেছি রান নেওয়ার। মোস্তাফিজ যে বিশ্বমানের বোলার, সেটা আমরা সবাই জানি। নিজের পরিকল্পনা অনুযায়ী এগোতে চেয়েছি। এই বোলারের ওভারে কত রান নেব, পরের ওভারে কত নেব—পরিকল্পনা ছিল এমন।’
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে বেকায়দায় পড়লেও ফাহিম বাংলাদেশের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ান। শেষ দুই ওভারে হাতে ২ উইকেট নিয়ে পাকিস্তানের দরকার ছিল ২৮ রান। তখন রিশাদ হোসেনের ওভার থেকে পাকিস্তান নেয় ১৫ রান। যার মধ্যে ফাহিম একটি ছক্কাও মেরেছেন। সেই ওভারের শেষ বলে ফাহিমকে ফিরিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে করে দেন রিশাদ। ৩২ বলে চারটি করে চার ও ছক্কায় ৫১ রানের ইনিংস খেলা ফাহিম বলেন, ‘চেয়েছিলাম রিশাদের ওভারে যত বেশি রান তুলতে পারি। শেষ ওভারের জন্য কম রান রাখতে চেয়েছিলাম।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন দানিয়াল। ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে নেমে ১১ বলে ১৭ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি। ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশ যখন উল্লাসে ব্যস্ত, দানিয়াল তখন হতাশ। অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে ফাহিম বলেন, ‘সে দারুণ অলরাউন্ডার। ব্যাটিং দারুণ করে। পাকিস্তানের সবাই জানে তার ব্যাটিং নিয়ে। আগেও ভালো করেছে ব্যাটিংয়ে।সামনেও দেখতে পাবেন ইনশা আল্লাহ।’
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ আগেভাগেই সিরিজ জিতে গেছে। মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এটি।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৮ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩২ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে