
ছন্দে নেই বলে অনেক কথা শুনতে হয়েছে সৌম্য সরকারকে। সমালোচনার জবাব দিতে গতকাল বেছে নিয়েছিলেন নেলসনের মাঠকে। ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে খেলে জবাবও দিয়েছেন বাঁহাতি ওপেনার।
কিন্তু সৌম্যের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ডকে রেকর্ড ২৯২ রানের লক্ষ্য দিয়েও ৭ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। এতে করে বৃথাই গেছে ৫ বছর পর সৌম্যের পাওয়া সেঞ্চুরি। তাঁর মতোই গতকাল কপাল পুড়েছে ফারজানা হক পিংকিরও।
বাংলাদেশের মেয়েদের কাছে যখন সেঞ্চুরি ‘সোনার হরিণ’, সেটিই গতকাল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো করে দেখিয়েছিলেন পিংকি। কিন্তু সেঞ্চুরি করেও হারের সাক্ষী হতে হয়েছে তাঁকে। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২২ রান করেছিল বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ করলেও বাংলাদেশি বোলাররা ম্যাচে কোনো প্রতিযোগিতাই তৈরি করতে পারেননি। পচেফস্ট্রুমে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৬ রান করেন প্রোটিয়াদের দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ফাহিমা খাতুন ও রিতু মনি পর পর দুই বলে দুই ব্যাটারকে তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে চেষ্টা করলেও সফল হতে দেননি দক্ষিণ আফ্রিকার নতুন দুই ব্যাটার অ্যানেকে বচ ও সুনে লুস।
তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছেদ জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় এনে দেন বচ ও লুস জুটি। এতেই বৃথা যায় পিংকির দুর্দান্ত সেঞ্চুরি। ১৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ১১ চারে সাজিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ায় তাঁর সেঞ্চুরি কোনো কাজে এল না দলের।
দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ায় তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ রেকর্ড ১১৯ রানের জয় পেয়েছিল। সিরিজ নির্ধারণী ম্যাচটি আগামী ২৩ ডিসেম্বর বেনোনিতে।

ছন্দে নেই বলে অনেক কথা শুনতে হয়েছে সৌম্য সরকারকে। সমালোচনার জবাব দিতে গতকাল বেছে নিয়েছিলেন নেলসনের মাঠকে। ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে খেলে জবাবও দিয়েছেন বাঁহাতি ওপেনার।
কিন্তু সৌম্যের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ডকে রেকর্ড ২৯২ রানের লক্ষ্য দিয়েও ৭ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। এতে করে বৃথাই গেছে ৫ বছর পর সৌম্যের পাওয়া সেঞ্চুরি। তাঁর মতোই গতকাল কপাল পুড়েছে ফারজানা হক পিংকিরও।
বাংলাদেশের মেয়েদের কাছে যখন সেঞ্চুরি ‘সোনার হরিণ’, সেটিই গতকাল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো করে দেখিয়েছিলেন পিংকি। কিন্তু সেঞ্চুরি করেও হারের সাক্ষী হতে হয়েছে তাঁকে। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২২ রান করেছিল বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ করলেও বাংলাদেশি বোলাররা ম্যাচে কোনো প্রতিযোগিতাই তৈরি করতে পারেননি। পচেফস্ট্রুমে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৬ রান করেন প্রোটিয়াদের দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ফাহিমা খাতুন ও রিতু মনি পর পর দুই বলে দুই ব্যাটারকে তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে চেষ্টা করলেও সফল হতে দেননি দক্ষিণ আফ্রিকার নতুন দুই ব্যাটার অ্যানেকে বচ ও সুনে লুস।
তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছেদ জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় এনে দেন বচ ও লুস জুটি। এতেই বৃথা যায় পিংকির দুর্দান্ত সেঞ্চুরি। ১৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ১১ চারে সাজিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ায় তাঁর সেঞ্চুরি কোনো কাজে এল না দলের।
দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ায় তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ রেকর্ড ১১৯ রানের জয় পেয়েছিল। সিরিজ নির্ধারণী ম্যাচটি আগামী ২৩ ডিসেম্বর বেনোনিতে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৭ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪২ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে