
টেস্টে দারুণ ছন্দে আছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ঢাকা টেস্টে ভুল করেননি। দারুণ ব্যাটিংয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাম্প্রতিক সময়ে টেস্টে নিজের ধারাবাহিকতা নিয়েও কথা বলেছেন লিটন। বলেছেন, টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা তিনি এখন ভালোই বোঝেন। পাশাপাশি মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর রসায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।
দ্বিতীয় দিনে ভালো শুরুর পরও ক্যারিয়ার সেরা ১৪১ রানে ফিরেছেন লিটন। তবে যাওয়ার আগে ধ্বংসস্তূপ থেকে মুশফিককে সঙ্গে নিয়ে উদ্ধার করেছেন দলকে। টেস্টে এমন ছন্দের রহস্য জানতে চাইলে লিটন বলেন, ‘আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন আর কতক্ষণ ব্যাটিং করলে আমার রানগুলো বড় হবে। আমার মনে হয়, ও (অ্যাশলে প্রিন্স) আমাকে যতটুকু বুঝিয়েছিল সেটা আমার কাজের কাজে লেগেছে। আর আমি ওই জিনিসটাই এখন পর্যন্ত অনুসরণ করি।’
মুশফিকের সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ জুটি গড়েছিলেন লিটন। ঢাকাতেও দুজন মিলে দলকে উদ্ধার করেছেন। মুশফিকের সঙ্গে বোঝাপড়া নিয়ে লিটন বলেন, ‘ভাইয়ার (মুশফিক) সঙ্গে অনেকগুলো ম্যাচেই আমার মোটামুটি দেড় শর মতো পার্টনারশিপ হয়েছে। এটা তো ভালো দিক। একটা জিনিস চিন্তা করেছিলাম যে, মিরপুরে ম্যাচে থাকতে হলে ৩০০ রান করতেই হবে। আমরা যখন ব্যাটিং করি আমাদের মাথায় ছিল, যত লম্বা ব্যাটিং করা যায়। তবে আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে। তখন আমার আর মুশি ভাইয়ের একটি জিনিসই ছিল, যত লম্বা খেলা যায়। যত বেশি রান দেওয়া যায় বোর্ডে ততই আমাদের জন্য ভালো। আমরা ওটাই চেষ্টা করেছি।’
ছন্দহীনতায় কদিন আগেও সমালোচনার মুখে ছিলেন। তবে এবার মুদ্রার অন্য পিঠ দেখছেন লিটন। ক্রিকেটে এটা স্বাভাবিক বলেই মনে করছেন তিনি, ‘চেষ্টা তো সব সময় করি। তবে কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। তো এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করছি, কালকে আবার খারাপ হলেও হতে পারে। এটা মেনে নিয়েই জীবন।’

টেস্টে দারুণ ছন্দে আছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ঢাকা টেস্টে ভুল করেননি। দারুণ ব্যাটিংয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাম্প্রতিক সময়ে টেস্টে নিজের ধারাবাহিকতা নিয়েও কথা বলেছেন লিটন। বলেছেন, টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা তিনি এখন ভালোই বোঝেন। পাশাপাশি মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর রসায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।
দ্বিতীয় দিনে ভালো শুরুর পরও ক্যারিয়ার সেরা ১৪১ রানে ফিরেছেন লিটন। তবে যাওয়ার আগে ধ্বংসস্তূপ থেকে মুশফিককে সঙ্গে নিয়ে উদ্ধার করেছেন দলকে। টেস্টে এমন ছন্দের রহস্য জানতে চাইলে লিটন বলেন, ‘আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন আর কতক্ষণ ব্যাটিং করলে আমার রানগুলো বড় হবে। আমার মনে হয়, ও (অ্যাশলে প্রিন্স) আমাকে যতটুকু বুঝিয়েছিল সেটা আমার কাজের কাজে লেগেছে। আর আমি ওই জিনিসটাই এখন পর্যন্ত অনুসরণ করি।’
মুশফিকের সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ জুটি গড়েছিলেন লিটন। ঢাকাতেও দুজন মিলে দলকে উদ্ধার করেছেন। মুশফিকের সঙ্গে বোঝাপড়া নিয়ে লিটন বলেন, ‘ভাইয়ার (মুশফিক) সঙ্গে অনেকগুলো ম্যাচেই আমার মোটামুটি দেড় শর মতো পার্টনারশিপ হয়েছে। এটা তো ভালো দিক। একটা জিনিস চিন্তা করেছিলাম যে, মিরপুরে ম্যাচে থাকতে হলে ৩০০ রান করতেই হবে। আমরা যখন ব্যাটিং করি আমাদের মাথায় ছিল, যত লম্বা ব্যাটিং করা যায়। তবে আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে। তখন আমার আর মুশি ভাইয়ের একটি জিনিসই ছিল, যত লম্বা খেলা যায়। যত বেশি রান দেওয়া যায় বোর্ডে ততই আমাদের জন্য ভালো। আমরা ওটাই চেষ্টা করেছি।’
ছন্দহীনতায় কদিন আগেও সমালোচনার মুখে ছিলেন। তবে এবার মুদ্রার অন্য পিঠ দেখছেন লিটন। ক্রিকেটে এটা স্বাভাবিক বলেই মনে করছেন তিনি, ‘চেষ্টা তো সব সময় করি। তবে কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। তো এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করছি, কালকে আবার খারাপ হলেও হতে পারে। এটা মেনে নিয়েই জীবন।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৭ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৯ ঘণ্টা আগে