Ajker Patrika

শাকিব খানের দলকে হারিয়ে ‘উরাধুরা’ লাগছে রংপুরের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০: ০২
জেতার পর ফেসবুকে এই পোস্ট দিয়েছে রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক
জেতার পর ফেসবুকে এই পোস্ট দিয়েছে রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক

রংপুর রাইডার্স কিংবা ঢাকা ক্যাপিটালস নয়, মিরপুর শেরেবাংলায় গতকাল সন্ধ্যায় যেন শাকিব খানই ছিলেন সকলের মধ্যমণি। এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। এত বড় তারকা অভিনেতার দিকেই ক্যামেরার লেন্স ঘুরেছে বারবার। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী তিনি।

টুর্নামেন্টের প্রথম দিনে গতকাল ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শাকিব খান দেখেছেন গ্যালারিতে। তবে দিনটা তাঁর জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। রংপুর রাইডার্সের কাছে তাঁর দল হেরেছে ৪০ রানে। বাংলাদেশের তারকা অভিনেতাকে নিয়ে রংপুর মাঠে ও মাঠের বাইরে মজা করেছে। ৪ উইকেট নেওয়া রংপুরের স্পিনার শেখ মেহেদী হাসান ‘কু-কু-কু-কু’ করে উদযাপন করেছেন। যা শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানের একটি ছত্র।

জেতার পর ফেসবুকে এই পোস্ট দিয়েছে রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক
জেতার পর ফেসবুকে এই পোস্ট দিয়েছে রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক

ম্যাচ শেষে রংপুর নিজেদের অফিশিয়াল ফেসবুকে ক্রিকেটারদের উদযাপনের ছবি পোস্ট করেছে। বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি সেটার ওপর লিখেছে, ‘লাগে উরাধুরা’। এটা তুফান সিনেমার আরও একটি গান। রংপুর ‘লাগে উরাধুরা’ পোস্ট দেওয়ার পর সেখানে হাহা রিঅ্যাকশন দেখা গেছে বেশি। মন্তব্যের ঘরে অনেকে তাঁদের ‘প্রিয়’ দল রংপুরকে অভিনন্দন জানিয়েছেন। মজাও করেছেন অনেক ভক্ত-সমর্থক।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রংপুরের পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। পাঁচ নম্বরে নেমে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বোলিংয়ে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। রংপুরের অবশ্য ঢাকার বিপক্ষে জয় দিয়ে বেশিক্ষণ উদযাপন করার সুযোগ নেই। আজই নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরকে মাঠে নামতে হবে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোহান-মেহেদী-খুশদিলদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে রংপুর-সিলেট ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত