
বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর উইকেট নিয়ে হতাশার কথা লুকাননি নিকোলাস পুরান। শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন এই উইকেট তাদের হতাশ করেছে।
গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে বেধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছে। কোনো ম্যাচেই দুই শ ছুঁতে পারে ক্যারিবীয়রা। দ্বিতীয়টিতে তো ১০৮ রানেই গুটিয়ে গেছে পুরানের দল।
ওয়েস্ট ইন্ডিজের স্কোরই বলে দিচ্ছে রান পেতে কতটা ভুগতে হয়েছে তাদের ব্যাটারদের। এ প্রসঙ্গে পুরান বলেন, ‘ উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয় , একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয় যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।’
পুরানের এই কথাগুলো থেকেই স্পষ্ট গায়ানার উইকেট কতটা ভুগিয়েছে ক্যারিবীয়দের। আগে ব্যাটিং করা যেকোনো দল যখন প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে চায় সেখানে পুরানদের পরিকল্পনা ছিল ৫০ ওভার ব্যাটিং করা। সেটিও শেষ পর্যন্ত করতে পারেননি তারা।
উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অল আউট হয়েছি।’

বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর উইকেট নিয়ে হতাশার কথা লুকাননি নিকোলাস পুরান। শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন এই উইকেট তাদের হতাশ করেছে।
গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে বেধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছে। কোনো ম্যাচেই দুই শ ছুঁতে পারে ক্যারিবীয়রা। দ্বিতীয়টিতে তো ১০৮ রানেই গুটিয়ে গেছে পুরানের দল।
ওয়েস্ট ইন্ডিজের স্কোরই বলে দিচ্ছে রান পেতে কতটা ভুগতে হয়েছে তাদের ব্যাটারদের। এ প্রসঙ্গে পুরান বলেন, ‘ উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয় , একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয় যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।’
পুরানের এই কথাগুলো থেকেই স্পষ্ট গায়ানার উইকেট কতটা ভুগিয়েছে ক্যারিবীয়দের। আগে ব্যাটিং করা যেকোনো দল যখন প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে চায় সেখানে পুরানদের পরিকল্পনা ছিল ৫০ ওভার ব্যাটিং করা। সেটিও শেষ পর্যন্ত করতে পারেননি তারা।
উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অল আউট হয়েছি।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৭ ঘণ্টা আগে