নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তানজিদ তামিমের সেঞ্চুরির পর শুভাগত হোমের ঘূর্ণি জাদু, ফলে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের মাঠে কাঙ্ক্ষিত জয় পেতেও সমস্যা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৫ রানের জয়ে বিপিএলের প্লে-অফও নিশ্চিত করেছে চট্টগ্রাম।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেত তাঁদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলগত পারফরম্যান্সই চট্টগ্রামের জয়ে সহায়তা করেছে। তামিমের ১১৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৯২ রানের বড় সংগ্রহ পায় তারা। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন শুভাগত।
১৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শাই হোপ ও এনামুল হক বিজয়ের ৫৪ রানের জুটিতে সেই ধাক্কা সামলে ওঠে চট্টগ্রাম। ৯ম ওভারে বিজয়কে ফিরিয়ে দারুণ ব্রেক-থ্রু এনে দেন পেসার শহীদুল ইসলাম। ২৪ বলে ৩৫ রান আসে খুলনার অধিনায়কের ব্যাট থেকে।
বিজয়ের পর হোপকে দ্রুত ফেরান শুভাগত। ২১ বলে ২১ রানে ফেরেন উইন্ডিজ তারকা ক্রিকেটার। বিজয়-হোপের মতো জেসন হোল্ডারও (১৮) দুই অঙ্কের রান করেছেন, বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বিলাল খান।
এর আগে চলতি বিপিএলে তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেয়েছেন তামিম। ৩২ বলে ফিফটির পর সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। সেঞ্চুরির কল্যাণে তামিম দখল করেছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও, ১১ ইনিংস তাঁর নামের পাশে এখন ৩৮২ রান।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তানজিদ তামিম ব্যক্তিগত ১১৬ রানে ফিরলে ফিনিশিংয়ে দাপট দেখান টম ব্রুস। ২৩ বলে ৩৬ রানের ইনিংসে অপরাজিত থাকেন ব্রুস। তামিমের ইনিংসে ছিল ৮টি করে ছক্কা ও চারের বাউন্ডারি।
রংপুর-কুমিল্লার পর তৃতীয় দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম। ঝুলে আছে খুলনা ও ফরচুন বরিশালের ভাগ্য। বরিশাল মিরপুরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। ১১ ম্যাচে বরিশালের ১২ পয়েন্ট, সমান ম্যাচে ১০ পয়েন্ট খুলনার। খুলনা নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। কুমিল্লার বিপক্ষে বরিশাল জিতলে কোনো সমীকরণ ছাড়াই চলে যাবে শেষ চারে অথবা সিলেটের বিপক্ষে খুলনা হারলেও প্লে-অফ নিশ্চিত হবে তাদের।
যদি উল্টো ফল হয়, বরিশাল হারল কুমিল্লার বিপক্ষে আর সিলেটকে হারিয়ে খুলনাও ১২ পয়েন্ট অর্জনের পাশাপাশি নেট রানরেটে ছাড়িয়ে যায়, তখন শেষ চার খেলবে খুলনা।

তানজিদ তামিমের সেঞ্চুরির পর শুভাগত হোমের ঘূর্ণি জাদু, ফলে বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের মাঠে কাঙ্ক্ষিত জয় পেতেও সমস্যা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৫ রানের জয়ে বিপিএলের প্লে-অফও নিশ্চিত করেছে চট্টগ্রাম।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেত তাঁদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলগত পারফরম্যান্সই চট্টগ্রামের জয়ে সহায়তা করেছে। তামিমের ১১৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৯২ রানের বড় সংগ্রহ পায় তারা। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন শুভাগত।
১৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শাই হোপ ও এনামুল হক বিজয়ের ৫৪ রানের জুটিতে সেই ধাক্কা সামলে ওঠে চট্টগ্রাম। ৯ম ওভারে বিজয়কে ফিরিয়ে দারুণ ব্রেক-থ্রু এনে দেন পেসার শহীদুল ইসলাম। ২৪ বলে ৩৫ রান আসে খুলনার অধিনায়কের ব্যাট থেকে।
বিজয়ের পর হোপকে দ্রুত ফেরান শুভাগত। ২১ বলে ২১ রানে ফেরেন উইন্ডিজ তারকা ক্রিকেটার। বিজয়-হোপের মতো জেসন হোল্ডারও (১৮) দুই অঙ্কের রান করেছেন, বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বিলাল খান।
এর আগে চলতি বিপিএলে তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেয়েছেন তামিম। ৩২ বলে ফিফটির পর সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। সেঞ্চুরির কল্যাণে তামিম দখল করেছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও, ১১ ইনিংস তাঁর নামের পাশে এখন ৩৮২ রান।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তানজিদ তামিম ব্যক্তিগত ১১৬ রানে ফিরলে ফিনিশিংয়ে দাপট দেখান টম ব্রুস। ২৩ বলে ৩৬ রানের ইনিংসে অপরাজিত থাকেন ব্রুস। তামিমের ইনিংসে ছিল ৮টি করে ছক্কা ও চারের বাউন্ডারি।
রংপুর-কুমিল্লার পর তৃতীয় দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম। ঝুলে আছে খুলনা ও ফরচুন বরিশালের ভাগ্য। বরিশাল মিরপুরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। ১১ ম্যাচে বরিশালের ১২ পয়েন্ট, সমান ম্যাচে ১০ পয়েন্ট খুলনার। খুলনা নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। কুমিল্লার বিপক্ষে বরিশাল জিতলে কোনো সমীকরণ ছাড়াই চলে যাবে শেষ চারে অথবা সিলেটের বিপক্ষে খুলনা হারলেও প্লে-অফ নিশ্চিত হবে তাদের।
যদি উল্টো ফল হয়, বরিশাল হারল কুমিল্লার বিপক্ষে আর সিলেটকে হারিয়ে খুলনাও ১২ পয়েন্ট অর্জনের পাশাপাশি নেট রানরেটে ছাড়িয়ে যায়, তখন শেষ চার খেলবে খুলনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে