ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার প্রস্তুতি নিয়েই ফেলেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ভারত-পাকিস্তানের মতো দল থাকলে সেখানে ঝামেলা পাকবে না, তা কি কখনো সম্ভব? শেষ মুহূর্তে এসে তাই টুর্নামেন্টের অনুষ্ঠান বাতিল করেছে আইসিসি।
লাহোরে আগামীকাল এক অনুষ্ঠানে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার কথা ছিল আইসিসির। কিন্তু ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে যে চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। বিশেষ করে ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে একটা ঝামেলা বেঁধেছে। কারণ আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানে তারা (ভারত) খেলতে যাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’
অনুষ্ঠান বাতিলের ব্যাপারে আইসিসিকে বারবার জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,‘এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান। সেই ইভেন্ট নিয়ে এখনো কাজ চলছে। যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র জানিয়েছে, আগামীকালের জন্য কোনো ইভেন্ট রাখা হয়নি।
কয়েক মাস আগেও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু পরে পিসিবি এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে এককভাবে আয়োজন করার কথা বলেছে বারবার। সেজন্য তোরজোর শুরু করে দেয়। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর-প্রস্তাবিত তিন ভেন্যুর পুন:সংস্কার কাজ বেঁধে দেওয়া সময় ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য পুরোদমে করতে থাকে। আইসিসিকেও বারবার তাড়া দিচ্ছিল টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে। এখন যে পরিস্থিতি তাতে হাইব্রিড মডেলে যাওয়া ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা বেশি।
২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফর করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বারবার পাকিস্তান সফর করলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেতে চায় না। সবশেষ ২০২৩ এশিয়া কাপও বাধ্য হয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে। এবার ভারতকে পাকিস্তানের মাঠে খেলাতে সম্ভাব্য সব চেষ্টাই করতে থাকে। ভারতের সব ম্যাচ লাহোরে দেওয়ার পরিকল্পনা ছিল। এমনকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের দিনের খেলা শেষে সেদিনই চার্টার্ড বিমানে দেশে পাঠানোর পরিকল্পনাও ছিল পিসিবির। বিসিসিআইকে সরকারের থেকে লিখিত অনুমতি আনতে পিসিবি চাপ দিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল।
কয়েক মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ ফাঁস হওয়া সূচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার প্রস্তুতি নিয়েই ফেলেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে ভারত-পাকিস্তানের মতো দল থাকলে সেখানে ঝামেলা পাকবে না, তা কি কখনো সম্ভব? শেষ মুহূর্তে এসে তাই টুর্নামেন্টের অনুষ্ঠান বাতিল করেছে আইসিসি।
লাহোরে আগামীকাল এক অনুষ্ঠানে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার কথা ছিল আইসিসির। কিন্তু ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে যে চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। বিশেষ করে ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে একটা ঝামেলা বেঁধেছে। কারণ আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানে তারা (ভারত) খেলতে যাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’
অনুষ্ঠান বাতিলের ব্যাপারে আইসিসিকে বারবার জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,‘এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান। সেই ইভেন্ট নিয়ে এখনো কাজ চলছে। যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র জানিয়েছে, আগামীকালের জন্য কোনো ইভেন্ট রাখা হয়নি।
কয়েক মাস আগেও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু পরে পিসিবি এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে এককভাবে আয়োজন করার কথা বলেছে বারবার। সেজন্য তোরজোর শুরু করে দেয়। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর-প্রস্তাবিত তিন ভেন্যুর পুন:সংস্কার কাজ বেঁধে দেওয়া সময় ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য পুরোদমে করতে থাকে। আইসিসিকেও বারবার তাড়া দিচ্ছিল টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে। এখন যে পরিস্থিতি তাতে হাইব্রিড মডেলে যাওয়া ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা বেশি।
২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফর করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বারবার পাকিস্তান সফর করলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেতে চায় না। সবশেষ ২০২৩ এশিয়া কাপও বাধ্য হয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে। এবার ভারতকে পাকিস্তানের মাঠে খেলাতে সম্ভাব্য সব চেষ্টাই করতে থাকে। ভারতের সব ম্যাচ লাহোরে দেওয়ার পরিকল্পনা ছিল। এমনকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের দিনের খেলা শেষে সেদিনই চার্টার্ড বিমানে দেশে পাঠানোর পরিকল্পনাও ছিল পিসিবির। বিসিসিআইকে সরকারের থেকে লিখিত অনুমতি আনতে পিসিবি চাপ দিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল।
কয়েক মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ ফাঁস হওয়া সূচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে