নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপিয়ার থেকে টিম বাস যখন মাউন্ট মঙ্গানুইয়ের পথে, বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেল, বাসে ঘুমিয়ে নিচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের সুযোগই পায়নি বাংলাদেশ দল। যতটুকু বিশ্রাম নেওয়া যায়, সেই ভাবনায় কি বাসে একটু ঘুমিয়ে নিলেন হাথুরু?
ব্যস্ত সূচিতে বিশ্রাম-অনুশীলনের সুযোগ না পাওয়ার অজুহাত দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশও দিচ্ছে না। দলের সহকারী কোচ নিক পোথাস যেমন বললেন, এই বাস্তবতা মেনে নিয়েই খেলতে হয় এখন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দলের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি ইতিহাস গড়ার।
এক মাস আগে সিলেট টেস্ট শুরুর আগে মাউন্ট মঙ্গানুই প্রসঙ্গ সামনে আনতে রাজি ছিলেন না হাথুরু। এবার সত্যি সেই মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ নামছে সিরিজ জয়ের লক্ষ্যে। এখানে দুই বছর আগের টেস্ট জয় নিশ্চিতভাবেই আসছে। নিউজিল্যান্ডে আগে কখনো সাদা বলের ক্রিকেটে এমন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলা হয়নি বাংলাদেশের। নেপিয়ারে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতায় এই অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টির আগে নেপিয়ারে পাওয়া টানা দুটি জয় আত্মবিশ্বাসী করে তুলছে নাজমুল হোসেন শান্তর দলকে। আর সেটি কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের মাঠে যেকোনো সংস্করণে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ তাঁদের সামনে। গতকাল সহকারী কোচ নিক পোথাসও সে কথাই বললেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।’
২০ ওভারের ম্যাচে সব সময়ই পিছিয়ে থাকার ‘অপবাদ’ শোনে বাংলাদেশ দল। কিন্তু বিদায় নিতে চলা এই বছরে টি-টোয়েন্টি সংস্করণে তাদের পারফরম্যান্স একেবারেই ব্যতিক্রম। ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোতেই জয়। জয়ের হারও ৯০ শতাংশ। সব মিলিয়ে টানা ৪টি সিরিজ জিতেছে তারা। নিজেদের শেষ ১১ টি-টোয়েন্টির মধ্যে ১০টিই জিতেছে বাংলাদেশ দল। এ বছর নিজেদের মাঠে ইংল্যান্ডের শক্তিশালী দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই, আফগানিস্তানকে ২-০ এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা।
শান্তরা নিউজিল্যান্ডে ভেঙেছেন ‘ডেডলক’। তবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এর আগে ২০১৭ সালে দুটি টি-টোয়েন্টি খেলে কিউইদের বিপক্ষে হেরেছে সফরকারীরা। বাংলাদেশ ক্রিকেটের তরুণোদয়ের এই সময়ে স্বাগতিকদের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে কি না সেটি দেখার অপেক্ষা।
আজ বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও আফিফ হোসেনের ছন্দে না থাকাটা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলতে বাধ্য। গত পরশু ব্যাটিংয়ের সময় লিটন দাসের পায়ের চোট নিয়েও চিন্তা আছে বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে তানজিম হাসান সাকিব ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। দলে থাকা হাসান মাহমুদও অনেক দিন ভালো ছন্দে নেই। শরীফুল-মোস্তাফিজের সঙ্গে হাসান নাকি সাকিব খেলছেন, সেটি এক প্রশ্ন।

নেপিয়ার থেকে টিম বাস যখন মাউন্ট মঙ্গানুইয়ের পথে, বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেল, বাসে ঘুমিয়ে নিচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের সুযোগই পায়নি বাংলাদেশ দল। যতটুকু বিশ্রাম নেওয়া যায়, সেই ভাবনায় কি বাসে একটু ঘুমিয়ে নিলেন হাথুরু?
ব্যস্ত সূচিতে বিশ্রাম-অনুশীলনের সুযোগ না পাওয়ার অজুহাত দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশও দিচ্ছে না। দলের সহকারী কোচ নিক পোথাস যেমন বললেন, এই বাস্তবতা মেনে নিয়েই খেলতে হয় এখন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দলের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি ইতিহাস গড়ার।
এক মাস আগে সিলেট টেস্ট শুরুর আগে মাউন্ট মঙ্গানুই প্রসঙ্গ সামনে আনতে রাজি ছিলেন না হাথুরু। এবার সত্যি সেই মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ নামছে সিরিজ জয়ের লক্ষ্যে। এখানে দুই বছর আগের টেস্ট জয় নিশ্চিতভাবেই আসছে। নিউজিল্যান্ডে আগে কখনো সাদা বলের ক্রিকেটে এমন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলা হয়নি বাংলাদেশের। নেপিয়ারে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতায় এই অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টির আগে নেপিয়ারে পাওয়া টানা দুটি জয় আত্মবিশ্বাসী করে তুলছে নাজমুল হোসেন শান্তর দলকে। আর সেটি কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের মাঠে যেকোনো সংস্করণে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ তাঁদের সামনে। গতকাল সহকারী কোচ নিক পোথাসও সে কথাই বললেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।’
২০ ওভারের ম্যাচে সব সময়ই পিছিয়ে থাকার ‘অপবাদ’ শোনে বাংলাদেশ দল। কিন্তু বিদায় নিতে চলা এই বছরে টি-টোয়েন্টি সংস্করণে তাদের পারফরম্যান্স একেবারেই ব্যতিক্রম। ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোতেই জয়। জয়ের হারও ৯০ শতাংশ। সব মিলিয়ে টানা ৪টি সিরিজ জিতেছে তারা। নিজেদের শেষ ১১ টি-টোয়েন্টির মধ্যে ১০টিই জিতেছে বাংলাদেশ দল। এ বছর নিজেদের মাঠে ইংল্যান্ডের শক্তিশালী দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই, আফগানিস্তানকে ২-০ এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা।
শান্তরা নিউজিল্যান্ডে ভেঙেছেন ‘ডেডলক’। তবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এর আগে ২০১৭ সালে দুটি টি-টোয়েন্টি খেলে কিউইদের বিপক্ষে হেরেছে সফরকারীরা। বাংলাদেশ ক্রিকেটের তরুণোদয়ের এই সময়ে স্বাগতিকদের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে কি না সেটি দেখার অপেক্ষা।
আজ বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও আফিফ হোসেনের ছন্দে না থাকাটা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলতে বাধ্য। গত পরশু ব্যাটিংয়ের সময় লিটন দাসের পায়ের চোট নিয়েও চিন্তা আছে বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে তানজিম হাসান সাকিব ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। দলে থাকা হাসান মাহমুদও অনেক দিন ভালো ছন্দে নেই। শরীফুল-মোস্তাফিজের সঙ্গে হাসান নাকি সাকিব খেলছেন, সেটি এক প্রশ্ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে