
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে বাকি এখনো এক সপ্তাহের মতো। তার আগে ক্যানবেরার ম্যানুকা ওভালে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে খেলছে পাকিস্তান। সেই ট্যুর ম্যাচে নিয়েই ঘটে গেছে আশ্চর্য এক ঘটনা। যে ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে পাকিস্তানের চার দিনের ম্যাচটা গতকাল শুরু হয়েছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। শুরুর দিনই স্কোরবোর্ডে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। সাধারণত স্কোরবোর্ডে পাকিস্তানের নাম লেখা হয় ‘পিএকে’। তবে এখানে স্কোরবোর্ডে লেখা হয়েছে ‘পিএকেআই’। এই শব্দটি নিয়েই যত আপত্তি। কেননা এটি বর্ণবিদ্বেষমূলক শব্দ হিসেবে পরিচিত। পাকিস্তানিসহ দক্ষিণ এশীয় লোকদের কাছে শব্দটি সাধারণত গালাগালিতে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ঘটনাটি সবার নজরে এনেছেন। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত তাদের ভুল শুধড়ে নেয়। সিএ দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, ‘গ্রাফিকসে যেটা দেখানো হয়েছে, সেটা এক ডেটা সরবরাহকারীদের থেকে পাওয়া। পাকিস্তান ক্রিকেটে এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। যখন এই ভুলটা নজরে এসেছে, তখনই আমরা সেটা ঠিক করেছি।’
চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মাসুদ ২০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। প্রথম ইনিংসে প্রাইম মিনিস্টার্স একাদশ ২ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও মারকাস হ্যারিস ৫৩ ও ৪৯ রানে আউট হয়েছেন। উইকেট দুটি নিয়েছেন আবরার আহমেদ ও খুররম শেহজাদ। ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।

পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে বাকি এখনো এক সপ্তাহের মতো। তার আগে ক্যানবেরার ম্যানুকা ওভালে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে খেলছে পাকিস্তান। সেই ট্যুর ম্যাচে নিয়েই ঘটে গেছে আশ্চর্য এক ঘটনা। যে ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে পাকিস্তানের চার দিনের ম্যাচটা গতকাল শুরু হয়েছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। শুরুর দিনই স্কোরবোর্ডে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। সাধারণত স্কোরবোর্ডে পাকিস্তানের নাম লেখা হয় ‘পিএকে’। তবে এখানে স্কোরবোর্ডে লেখা হয়েছে ‘পিএকেআই’। এই শব্দটি নিয়েই যত আপত্তি। কেননা এটি বর্ণবিদ্বেষমূলক শব্দ হিসেবে পরিচিত। পাকিস্তানিসহ দক্ষিণ এশীয় লোকদের কাছে শব্দটি সাধারণত গালাগালিতে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ঘটনাটি সবার নজরে এনেছেন। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত তাদের ভুল শুধড়ে নেয়। সিএ দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, ‘গ্রাফিকসে যেটা দেখানো হয়েছে, সেটা এক ডেটা সরবরাহকারীদের থেকে পাওয়া। পাকিস্তান ক্রিকেটে এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। যখন এই ভুলটা নজরে এসেছে, তখনই আমরা সেটা ঠিক করেছি।’
চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মাসুদ ২০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। প্রথম ইনিংসে প্রাইম মিনিস্টার্স একাদশ ২ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও মারকাস হ্যারিস ৫৩ ও ৪৯ রানে আউট হয়েছেন। উইকেট দুটি নিয়েছেন আবরার আহমেদ ও খুররম শেহজাদ। ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে