Ajker Patrika

লাহোরে আজ বাবর নাকি মঈন হাসবেন?

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৯: ০৭
লাহোরে আজ বাবর নাকি মঈন হাসবেন?

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে লম্বা টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ও ইংল্যান্ড। সাত ম্যাচের সিরিজের শেষ ম্যাচ এসে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণীতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের মুখোমুখি হচ্ছে বাবর আজম ও মঈন আলী বাহিনী। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। 

২০০৫ সালের পর পাকিস্তান ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজ খেলেনি। ১৭ বছর পর ইংলিশরাও প্রথম সিরিজ খেলছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। 

বাবরদের সামনে সুযোগ আছে ঘরের মাটিতে ইনজামাম উল হকের ধারা অব্যাহত রাখা। সাবেক গ্রেট ব্যাটার ইনজামামের নেতৃত্ব শেষবার ইংল্যান্ডকে ওয়ানেডেতে ৩-২ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারায় পাকিস্তান। তবে মার্কাস ট্রেসকোথিক ও মাইকেল ভন না পারলেও ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মঈনের সামনেও সুযোগ এসেছে পাকিস্তানের মাটিতে ইংলিশদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় উপহার দেয়ার।

ফিল সল্ট, বেন ডাকেট ও হ্যারি ব্রুকদের সঙ্গে অ্যালেক্স হেলস ও ডেভিড মালানের মতো টি-টোয়েন্টির অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন দলটিতে। তাই জয়ের স্বপ্ন দেখতেই পারে ইংলিশরা। দারুণ ফর্মেও আছেন দলটির ব্যাটাররা। তাদের সঙ্গে বোলিং অ্যাটাকে মার্ক উড, ক্রিস ওকস ও রিস টপলিরা একসঙ্গে নামতে পারেন পাকিস্তান বধে।

অপরদিকে গত ম্যাচেই সিরিজ জয়ের সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনদের বিশ্রামে দিয়ে অনায়াসে হার বরণ করে স্বাগতিকরা। আজ একাদশে দেখা যেতে পারে তাদেরকে।

টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বেন স্টোকস-জো রুটরা। সূচি অনুযায়ী ১-৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। মুলতানে ৯-১৩ দ্বিতীয় এবং করাচিতে ১৭-২১ ডিসেম্বর তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত