ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি শুবমান গিল। আউট হয়ে গিয়েছিলেন ৮৭ ও ৬০ রানে। তবে তৃতীয় ওয়ানডেতে আজ আর হতাশ হতে হয়নি ভারতীয় ওপেনারকে। তাঁর রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে ভারত পেয়েছে ১৪২ রানের জয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। তাতে দুটি রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন সংস্করণেই সেঞ্চুরি করলেন তিনি। এই মাঠে তিন সংস্করণে সেঞ্চুরি নেই আর কোনো ক্রিকেটারেরই। কোনো ভেন্যুতে তিন সংস্করণেই সেঞ্চুরির রেকর্ড আছে গিলসহ পাঁচ ক্রিকেোরের। বাকি সেই চার ক্রিকেটার হলেন—অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড), পাকিস্তানের বাবর আজম (করাচি), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ন) ও ফাফ ডু প্লেসি (জোহানেসবার্গ)।
গিলের দ্বিতীয় রেকর্ডটি হলো, ওয়ানডেতে ২৫০০ রানে তিনিই দ্রুততম। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৫০ ইনিংস। গিলের আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৫১ ইনিংসে আড়াই হাজার রান করেছিলেন তিনি।
রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচটিতে গিল ১০২ বলে করেছেন ১১২ রান। ১৪ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ভারত প্রথমে ব্যাটিং করে ৩৫৬ রানে অলআউট হয়েছে। তারা পুরো ৫০ ওভার। ৩৫৭ রানের লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৮৪ রান করেছিল ইংল্যান্ড। তবে প্রথম পাওয়ার প্লের এমন বিধ্বংসী শুরু পরে ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেছেন টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন। যার মধ্যে অ্যাটকিনসন ১৯ বলে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন। ভারতের আর্শদীপ সিং, হারশিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নিয়েছেন দুটি করে উইকেট। ওয়াশিংটন সুন্দর, কুলদীড যাদব পেয়েছেন ১টি করে উইকেট।
১৪২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল ভারত। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি করেন ২৫৯ রান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি শুবমান গিল। আউট হয়ে গিয়েছিলেন ৮৭ ও ৬০ রানে। তবে তৃতীয় ওয়ানডেতে আজ আর হতাশ হতে হয়নি ভারতীয় ওপেনারকে। তাঁর রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে ভারত পেয়েছে ১৪২ রানের জয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। তাতে দুটি রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন সংস্করণেই সেঞ্চুরি করলেন তিনি। এই মাঠে তিন সংস্করণে সেঞ্চুরি নেই আর কোনো ক্রিকেটারেরই। কোনো ভেন্যুতে তিন সংস্করণেই সেঞ্চুরির রেকর্ড আছে গিলসহ পাঁচ ক্রিকেোরের। বাকি সেই চার ক্রিকেটার হলেন—অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড), পাকিস্তানের বাবর আজম (করাচি), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ন) ও ফাফ ডু প্লেসি (জোহানেসবার্গ)।
গিলের দ্বিতীয় রেকর্ডটি হলো, ওয়ানডেতে ২৫০০ রানে তিনিই দ্রুততম। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৫০ ইনিংস। গিলের আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৫১ ইনিংসে আড়াই হাজার রান করেছিলেন তিনি।
রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচটিতে গিল ১০২ বলে করেছেন ১১২ রান। ১৪ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ভারত প্রথমে ব্যাটিং করে ৩৫৬ রানে অলআউট হয়েছে। তারা পুরো ৫০ ওভার। ৩৫৭ রানের লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৮৪ রান করেছিল ইংল্যান্ড। তবে প্রথম পাওয়ার প্লের এমন বিধ্বংসী শুরু পরে ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেছেন টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন। যার মধ্যে অ্যাটকিনসন ১৯ বলে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন। ভারতের আর্শদীপ সিং, হারশিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নিয়েছেন দুটি করে উইকেট। ওয়াশিংটন সুন্দর, কুলদীড যাদব পেয়েছেন ১টি করে উইকেট।
১৪২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল ভারত। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি করেন ২৫৯ রান।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে