
জহুরির চোখ বোধ হয় এমনই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে আফগানিস্তানে সেমিফাইনালে রেখেছিলেন ব্রায়ান লারা। সেই লারার কথা সত্যি প্রমাণিত হলো আজ আফগানরা জয়ের পর। এমন প্রতিশ্রুতি টুর্নামেন্টের মাঝপথেই লারাকে দিয়েছিলেন রশিদ খান।
সেমিতে ওঠার পথটাও আফগানিস্তানের জন্য খুব একটা সহজ ছিল না। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষ থাকলেও আফগানরা সেই বাধা টপকে গেছে। নিউজিল্যান্ড বিদায় নেওয়ায় সি১ হিসেবে ওঠে রশিদের দল। তবে সুপার এইটে উঠে শুরুতেই ভারতের কাছে ৪৭ রানে হেরে কঠিন হয়ে যায় সেমিতে ওঠার পর। সেখান থেকে রূপকথার মতো প্রত্যাবর্তন আফগানিস্তানের। সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে চমকে দেয় আফগানরা। ভারতের কাছে সেন্ট লুসিয়ায় গত রাতে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর আফগানদের সম্ভাবনার দরজা পুরোপুরি খুলে যায়। বাংলাদেশকে আজ বৃষ্টি আইনে সেন্ট ভিনসেন্টে ৮ রানে হারালে নিশ্চিত হয় আফগানদের সেমি খেলার টিকিট।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জয়ের পর আফগানিস্তান দলে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। রহমানউল্লাহ গুরবাজ কেঁদে ফেলেছেন। ম্যাচসেরা নাভিন উল হক ভাষা হারিয়ে ফেলেন। সেমিফাইনাল নিশ্চিতের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘সেমিফাইনালে খেলা আমাদের জন্য স্বপ্ন। যেভাবে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বাসটা চলে আসে। একমাত্র ব্রায়ান লারাই আমাদের সেমিফাইনালে রেখেছিলেন এবং তাঁকে আমরা সঠিক প্রমাণ করেছি। কোনো এক অনুষ্ঠানে যখন দেখা হয়েছিল, তাঁকে বলেছিলাম যে আমরা আপনাকে হতাশ করব না।’
সেমিফাইনালের সম্ভাবনা ছিল বাংলাদেশেরও। সে ক্ষেত্রে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে তাড়া করতে হতো ১২.১ ওভার। সেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়েন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-সাকিব আল হাসানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ। নাভিন ও রশিদ দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল ১৩০-১৩৫ রান ভালো স্কোর ছিল। তবে ১৫ রান কম করেছি। জানতাম যে তারা অনেক আগ্রাসী ব্যাটিং করবে এবং আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়তি কিছু না করে নিজেদের পরিকল্পনাতে স্পষ্ট ছিলাম। ঘরের মানুষকে আমরা খুশি রাখতে চেয়েছি।’

জহুরির চোখ বোধ হয় এমনই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে আফগানিস্তানে সেমিফাইনালে রেখেছিলেন ব্রায়ান লারা। সেই লারার কথা সত্যি প্রমাণিত হলো আজ আফগানরা জয়ের পর। এমন প্রতিশ্রুতি টুর্নামেন্টের মাঝপথেই লারাকে দিয়েছিলেন রশিদ খান।
সেমিতে ওঠার পথটাও আফগানিস্তানের জন্য খুব একটা সহজ ছিল না। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষ থাকলেও আফগানরা সেই বাধা টপকে গেছে। নিউজিল্যান্ড বিদায় নেওয়ায় সি১ হিসেবে ওঠে রশিদের দল। তবে সুপার এইটে উঠে শুরুতেই ভারতের কাছে ৪৭ রানে হেরে কঠিন হয়ে যায় সেমিতে ওঠার পর। সেখান থেকে রূপকথার মতো প্রত্যাবর্তন আফগানিস্তানের। সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে চমকে দেয় আফগানরা। ভারতের কাছে সেন্ট লুসিয়ায় গত রাতে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর আফগানদের সম্ভাবনার দরজা পুরোপুরি খুলে যায়। বাংলাদেশকে আজ বৃষ্টি আইনে সেন্ট ভিনসেন্টে ৮ রানে হারালে নিশ্চিত হয় আফগানদের সেমি খেলার টিকিট।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জয়ের পর আফগানিস্তান দলে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। রহমানউল্লাহ গুরবাজ কেঁদে ফেলেছেন। ম্যাচসেরা নাভিন উল হক ভাষা হারিয়ে ফেলেন। সেমিফাইনাল নিশ্চিতের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘সেমিফাইনালে খেলা আমাদের জন্য স্বপ্ন। যেভাবে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বাসটা চলে আসে। একমাত্র ব্রায়ান লারাই আমাদের সেমিফাইনালে রেখেছিলেন এবং তাঁকে আমরা সঠিক প্রমাণ করেছি। কোনো এক অনুষ্ঠানে যখন দেখা হয়েছিল, তাঁকে বলেছিলাম যে আমরা আপনাকে হতাশ করব না।’
সেমিফাইনালের সম্ভাবনা ছিল বাংলাদেশেরও। সে ক্ষেত্রে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে তাড়া করতে হতো ১২.১ ওভার। সেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়েন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-সাকিব আল হাসানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ। নাভিন ও রশিদ দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল ১৩০-১৩৫ রান ভালো স্কোর ছিল। তবে ১৫ রান কম করেছি। জানতাম যে তারা অনেক আগ্রাসী ব্যাটিং করবে এবং আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়তি কিছু না করে নিজেদের পরিকল্পনাতে স্পষ্ট ছিলাম। ঘরের মানুষকে আমরা খুশি রাখতে চেয়েছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে