ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট ফেরার খবরে রীতিমতো সাড়া পড়ে যায় ক্রিকেট বিশ্বে। এবার সেই পথে এগোনো গেল আরেক ধাপ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় ফেয়ারগ্রাউন্ডসে।
পোমোনা ফেয়ারগ্রাউন্ডস অলিম্পিকের ক্রিকেটের ভেন্যু গতকাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ভেন্যু ঘোষণার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য ক্রিকেট ভেন্যু চূড়ান্ত হওয়া আমাদের প্রস্তুতির পথে একটি বড় ধাপ। ক্রিকেট বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও অলিম্পিকের মঞ্চে টি-টোয়েন্টি সংস্করণের মাধ্যমে এটি নতুন দর্শকগোষ্ঠীর মনও জয় করতে পারবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮ আয়োজক কমিটি ও আইওসিকে ধন্যবাদ জানাই। আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা এই ইভেন্টকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাব।’
এ বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড ক্রিকেটের দল সংখ্যা ও খেলোয়াড় কোটাসংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে। প্রতি বিভাগের জন্য বরাদ্দ থাকবে ৯০ জন করে ক্রিকেটার থাকছে। তার মানে প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জনের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচ সময়সূচি চূড়ান্ত করা হবে পরবর্তীতে।
এর আগে ২০২৩-এর অক্টোবরে আইওসি জানায়, ক্রিকেটসহ ছয়টি নতুন খেলা ২০২৮ অলিম্পিকে যুক্ত হচ্ছে। বাকি পাঁচ খেলা হলো—বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্সেস) এবং স্কোয়াশ। আন্তর্জাতিক বিভিন্ন স্পোর্টিং ইভেন্টেও টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেট আগে হয়েছে। ২০১০, ২০১৪ এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ও নারী উভয় বিভাগের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ছিল নারীদের জন্য একটি পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট ফেরার খবরে রীতিমতো সাড়া পড়ে যায় ক্রিকেট বিশ্বে। এবার সেই পথে এগোনো গেল আরেক ধাপ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় ফেয়ারগ্রাউন্ডসে।
পোমোনা ফেয়ারগ্রাউন্ডস অলিম্পিকের ক্রিকেটের ভেন্যু গতকাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ভেন্যু ঘোষণার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য ক্রিকেট ভেন্যু চূড়ান্ত হওয়া আমাদের প্রস্তুতির পথে একটি বড় ধাপ। ক্রিকেট বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও অলিম্পিকের মঞ্চে টি-টোয়েন্টি সংস্করণের মাধ্যমে এটি নতুন দর্শকগোষ্ঠীর মনও জয় করতে পারবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮ আয়োজক কমিটি ও আইওসিকে ধন্যবাদ জানাই। আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা এই ইভেন্টকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাব।’
এ বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড ক্রিকেটের দল সংখ্যা ও খেলোয়াড় কোটাসংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে। প্রতি বিভাগের জন্য বরাদ্দ থাকবে ৯০ জন করে ক্রিকেটার থাকছে। তার মানে প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জনের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচ সময়সূচি চূড়ান্ত করা হবে পরবর্তীতে।
এর আগে ২০২৩-এর অক্টোবরে আইওসি জানায়, ক্রিকেটসহ ছয়টি নতুন খেলা ২০২৮ অলিম্পিকে যুক্ত হচ্ছে। বাকি পাঁচ খেলা হলো—বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্সেস) এবং স্কোয়াশ। আন্তর্জাতিক বিভিন্ন স্পোর্টিং ইভেন্টেও টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেট আগে হয়েছে। ২০১০, ২০১৪ এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ও নারী উভয় বিভাগের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ছিল নারীদের জন্য একটি পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৭ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে