
আইসিসি ইভেন্ট হোক বা কোনো দ্বিপক্ষীয় সিরিজ, দল সাধারণত সেই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি ঘোষণা করে। ২০২৩ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। এখানেই চমকে দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম জানা গেছে তাঁদের পরিবারের কাছ থেকেই।
ভারতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বকাপে কিউইদের নেতৃত্বভার থাকছে উইলিয়ামসনের কাঁধে। ব্ল্যাকক্যাপস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের ১৫ সদস্যের খেলোয়াড়দের নিয়ে এক রিলস প্রকাশ করেছে। রিলসের শুরুতেই এক বাচ্চাকে বলতে শোনা গেছে, ‘আমার বাবা কেইন উইলিয়ামসন।’
কিউইদের এই দলে টপ অর্ডার ব্যাটারদের বেশিরভাগ ম্যাচেই কিউইদের উদ্বোধনী জুটিতে দেখা যাবে ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে। কনওয়ের নাম জানিয়েছেন তাঁর স্ত্রী। বেশিরভাগ সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও টম লাথামকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ওয়ানডেতে ৩৭ ম্যাচে ওপেনিং করেছেন তিনি। লাথামের নামের ঘোষণা এসেছে স্ত্রীর থেকে। এভাবেই ১৫ ক্রিকেটারদের কারও নাম ঘোষণা করেছেন স্ত্রী, কারও বা দাদি, এমনকি সন্তানরাও নামের ঘোষণা দিয়েছে।
উইলিয়ামসন চলে আসায় তিন নম্বরে তিনিই ব্যাটিং করবেন। তাতে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। এ বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করেছেন মিচেল। ৩ সেঞ্চুরিতে ৪৮.৫৩ গড়ে করেছেন ৬৩১ রান। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আছেন মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস।
জিমি নিশাম, মিচেল স্যান্টনারের মতো তারকা অলরাউন্ডারদের সঙ্গে চমক হচ্ছেন রাচিন রবীন্দ্র। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রবীন্দ্র। স্পিন বোলিংয়ে স্যান্টনারের সঙ্গে থাকছেন ইশ সোধি। পেস বোলিংয়ে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটির সঙ্গে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। আরেক ওপেনার ফিন অ্যালেনেরও জায়গা হয়নি। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টিম সাইফার্টের জায়গা হয়নি। আর চোটে পড়ে চলমান ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া অ্যাডাম মিলনেও নেই বিশ্বকাপ দলে। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার একটা সুযোগ রেখেছে আইসিসি। তাতে হয়তো গাপটিল.মিলনেদের সুযোগ মিলতে পারে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে টাই হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাউন্ডারির হিসেবে রানার্সআপ হয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে ২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কিউইরা। সেবার ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম

আইসিসি ইভেন্ট হোক বা কোনো দ্বিপক্ষীয় সিরিজ, দল সাধারণত সেই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি ঘোষণা করে। ২০২৩ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। এখানেই চমকে দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম জানা গেছে তাঁদের পরিবারের কাছ থেকেই।
ভারতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বকাপে কিউইদের নেতৃত্বভার থাকছে উইলিয়ামসনের কাঁধে। ব্ল্যাকক্যাপস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের ১৫ সদস্যের খেলোয়াড়দের নিয়ে এক রিলস প্রকাশ করেছে। রিলসের শুরুতেই এক বাচ্চাকে বলতে শোনা গেছে, ‘আমার বাবা কেইন উইলিয়ামসন।’
কিউইদের এই দলে টপ অর্ডার ব্যাটারদের বেশিরভাগ ম্যাচেই কিউইদের উদ্বোধনী জুটিতে দেখা যাবে ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে। কনওয়ের নাম জানিয়েছেন তাঁর স্ত্রী। বেশিরভাগ সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও টম লাথামকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ওয়ানডেতে ৩৭ ম্যাচে ওপেনিং করেছেন তিনি। লাথামের নামের ঘোষণা এসেছে স্ত্রীর থেকে। এভাবেই ১৫ ক্রিকেটারদের কারও নাম ঘোষণা করেছেন স্ত্রী, কারও বা দাদি, এমনকি সন্তানরাও নামের ঘোষণা দিয়েছে।
উইলিয়ামসন চলে আসায় তিন নম্বরে তিনিই ব্যাটিং করবেন। তাতে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। এ বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করেছেন মিচেল। ৩ সেঞ্চুরিতে ৪৮.৫৩ গড়ে করেছেন ৬৩১ রান। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আছেন মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস।
জিমি নিশাম, মিচেল স্যান্টনারের মতো তারকা অলরাউন্ডারদের সঙ্গে চমক হচ্ছেন রাচিন রবীন্দ্র। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রবীন্দ্র। স্পিন বোলিংয়ে স্যান্টনারের সঙ্গে থাকছেন ইশ সোধি। পেস বোলিংয়ে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটির সঙ্গে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। আরেক ওপেনার ফিন অ্যালেনেরও জায়গা হয়নি। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টিম সাইফার্টের জায়গা হয়নি। আর চোটে পড়ে চলমান ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া অ্যাডাম মিলনেও নেই বিশ্বকাপ দলে। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার একটা সুযোগ রেখেছে আইসিসি। তাতে হয়তো গাপটিল.মিলনেদের সুযোগ মিলতে পারে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে টাই হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাউন্ডারির হিসেবে রানার্সআপ হয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে ২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কিউইরা। সেবার ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে