নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেদের আন্ডারডগ বলে চাপ মুক্ত থাকার ইতিহাস খেলাধুলায় নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের আন্ডারডগ তকমা দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এ সিরিজের আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জিততে না পারা বাংলাদেশ এবার সিরিজই জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি পাশে রেখে এবার অপেক্ষা করছে টেস্টের চ্যালেঞ্জ।
ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পেলেও টেস্টে সেটা পাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কাগিসো রাবাদা-এইডেন মার্কারামের মতো দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএল খেলছেন। তবু টেস্ট সিরিজে নিজেদের ফেবারিট ভাবছেন না বাংলাদেশ কোচ ডমিঙ্গো। আন্ডারডগ হিসেবেই সিরিজটা শুরু করতে চান সাবেক এই প্রোটিয়া কোচ।
আজ ডারবানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে বাংলাদেশ কোচ বলছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দেব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’
ভালো খেললে ফলাফল যে পক্ষে আসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা দেখিয়েছে বাংলাদেশ। সেশন ধরে ধরে খেলে সাম্প্রতিক সময়ে টেস্টেও উন্নতির ছাপ দেখাচ্ছেন মুমিনুল হকরা। ধীরে হলেও ছেলেরা যে উন্নতি করছেন ডারবান টেস্ট শুরুর আগে সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা এখন ভালো খেলছে। টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে।’
ডমিঙ্গো আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নেব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’

নিজেদের আন্ডারডগ বলে চাপ মুক্ত থাকার ইতিহাস খেলাধুলায় নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের আন্ডারডগ তকমা দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এ সিরিজের আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জিততে না পারা বাংলাদেশ এবার সিরিজই জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি পাশে রেখে এবার অপেক্ষা করছে টেস্টের চ্যালেঞ্জ।
ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পেলেও টেস্টে সেটা পাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কাগিসো রাবাদা-এইডেন মার্কারামের মতো দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএল খেলছেন। তবু টেস্ট সিরিজে নিজেদের ফেবারিট ভাবছেন না বাংলাদেশ কোচ ডমিঙ্গো। আন্ডারডগ হিসেবেই সিরিজটা শুরু করতে চান সাবেক এই প্রোটিয়া কোচ।
আজ ডারবানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে বাংলাদেশ কোচ বলছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দেব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’
ভালো খেললে ফলাফল যে পক্ষে আসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা দেখিয়েছে বাংলাদেশ। সেশন ধরে ধরে খেলে সাম্প্রতিক সময়ে টেস্টেও উন্নতির ছাপ দেখাচ্ছেন মুমিনুল হকরা। ধীরে হলেও ছেলেরা যে উন্নতি করছেন ডারবান টেস্ট শুরুর আগে সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা এখন ভালো খেলছে। টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে।’
ডমিঙ্গো আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নেব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে