নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর আজ সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিশাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারীরা প্রথম বহরেই গিয়েছেন। বিমানবন্দরে ক্রিকেটাররা সেলফি তুলেছেন। রিশাদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় দলের কর্তব্য বলে কথা। আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি।’ ২২ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনারের সেলফিতে শামীম, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে দেখা গেছে।
ইমন ছবি তুলেছেন বিমানে ওঠার পর। বাংলাদেশের বিস্ফোরক বাঁহাতি ব্যাটারের সঙ্গে ছবিতে জাকের-শামীমও আছেন। ইমন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন,‘আরব আমিরাত সিরিজ।’ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও প্রথম বহরে আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাবেন সন্ধ্যার ফ্লাইটে। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও কোনো ম্যাচ খেলা হয়নি। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই ১০ মে দেশে ফেরেন রানা ও রিশাদ। এই দুই ক্রিকেটার আজ প্রথম বহরেই আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর আজ সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিশাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারীরা প্রথম বহরেই গিয়েছেন। বিমানবন্দরে ক্রিকেটাররা সেলফি তুলেছেন। রিশাদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় দলের কর্তব্য বলে কথা। আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি।’ ২২ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনারের সেলফিতে শামীম, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে দেখা গেছে।
ইমন ছবি তুলেছেন বিমানে ওঠার পর। বাংলাদেশের বিস্ফোরক বাঁহাতি ব্যাটারের সঙ্গে ছবিতে জাকের-শামীমও আছেন। ইমন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন,‘আরব আমিরাত সিরিজ।’ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও প্রথম বহরে আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাবেন সন্ধ্যার ফ্লাইটে। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও কোনো ম্যাচ খেলা হয়নি। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই ১০ মে দেশে ফেরেন রানা ও রিশাদ। এই দুই ক্রিকেটার আজ প্রথম বহরেই আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে