নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিচ্ছিল দারুণভাবে। দ্বিতীয় দিন প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করেছে। তবে আজ তৃতীয় দিনে রাকিবুল হাসানের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৫ রানে। লিডসহ স্বাগতিকদের রান ৭০।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে সাবলীলভাবে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে হার্ডিন-সেলেতসাওয়েনে গড়েন ১০৭ রানের জুটি। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন।
হার্ডিন ফেরার পরই হালকা ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৭ উইকেটে ১৯০ রান। যাঁদের মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টে-এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছেন রাকিবুল। টিয়ান মাইকেল ফন ফুরেন ও আন্দিল চার্লস মোগাকানে এরপর অষ্টম উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারে থিতু হয়ে যাওয়া জুটি তো রাকিবুল ভেঙেছেন। এমনকি ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল। ৮৯.৪ ওভারে ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায়।
হার্ডিনের ৬৩ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন দুই ব্যাটার। সেলেতসোয়ানে, মোগাকানে করেছেন ৪৩ রান। বাংলাদেশের রাকিবুল ৩১.৪ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। ৩ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিকেরা। তবে মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। স্বাগতিকদের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (৪) ও চৌধুরী মুহাম্মদ রিজওয়ান (১) ড্রেসিংরুমে ফিরেছেন। শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিচ্ছিল দারুণভাবে। দ্বিতীয় দিন প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করেছে। তবে আজ তৃতীয় দিনে রাকিবুল হাসানের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৫ রানে। লিডসহ স্বাগতিকদের রান ৭০।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে সাবলীলভাবে খেলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে হার্ডিন-সেলেতসাওয়েনে গড়েন ১০৭ রানের জুটি। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন।
হার্ডিন ফেরার পরই হালকা ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৭ উইকেটে ১৯০ রান। যাঁদের মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টে-এই দুই ক্রিকেটারকে ফিরিয়েছেন রাকিবুল। টিয়ান মাইকেল ফন ফুরেন ও আন্দিল চার্লস মোগাকানে এরপর অষ্টম উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারে থিতু হয়ে যাওয়া জুটি তো রাকিবুল ভেঙেছেন। এমনকি ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন রাকিবুল। ৮৯.৪ ওভারে ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায়।
হার্ডিনের ৬৩ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন দুই ব্যাটার। সেলেতসোয়ানে, মোগাকানে করেছেন ৪৩ রান। বাংলাদেশের রাকিবুল ৩১.৪ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৬৫ রানের লিড নিয়ে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। ৩ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে যায় স্বাগতিকেরা। তবে মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। স্বাগতিকদের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (৪) ও চৌধুরী মুহাম্মদ রিজওয়ান (১) ড্রেসিংরুমে ফিরেছেন। শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৮ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৯ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ ঘণ্টা আগে