ক্রীড়া ডেস্ক
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না মাহমুদউল্লাহকে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তখন পেইন কিলার নিয়ে কথা বলায় সেটা নিয়ে এখনো চলে ব্যঙ্গ-বিদ্রুপ। মাহমুদউল্লাহ আজ অবসরের ঘোষণা দেওয়ার পর তাওহিদ হৃদয় এনেছেন সেই পুরোনো প্রসঙ্গ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের স্বস্তি আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা।’
২০০৭ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে অনেক ক্রিকেটারকেই তো পেয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২০ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন সৌম্য সরকার, শরীফুল ইসলামরা। ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’ শরীফুল ইসলাম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করব। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’
রিশাদ হোসেন লিখেছেন, ‘একটি যুগের শেষ। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লাল সবুজের জার্সিতে আপনার প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ। সব সময় আপনি কিংবদন্তি হয়ে থাকবেন।’
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না মাহমুদউল্লাহকে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তখন পেইন কিলার নিয়ে কথা বলায় সেটা নিয়ে এখনো চলে ব্যঙ্গ-বিদ্রুপ। মাহমুদউল্লাহ আজ অবসরের ঘোষণা দেওয়ার পর তাওহিদ হৃদয় এনেছেন সেই পুরোনো প্রসঙ্গ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের স্বস্তি আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা।’
২০০৭ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে অনেক ক্রিকেটারকেই তো পেয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২০ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন সৌম্য সরকার, শরীফুল ইসলামরা। ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’ শরীফুল ইসলাম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করব। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’
রিশাদ হোসেন লিখেছেন, ‘একটি যুগের শেষ। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লাল সবুজের জার্সিতে আপনার প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ। সব সময় আপনি কিংবদন্তি হয়ে থাকবেন।’
হৃদ্রোগে আক্রান্ত হয়ে চার বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য। সেই মামলার শুনানিতে আদালতে সাক্ষ্য দিতে এসে বিস্ফোরক এক তথ্যই দিলেন ম্যারাডোনার
৩ মিনিট আগেচার দিনের জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদ্যন্ত্রে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে
২২ মিনিট আগেহামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
৩ ঘণ্টা আগেঘাড়ে নিশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সেলোনা। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। ফরোয়ার্ড ফেরান তোরেস ১১ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সা। আলেহান্দ্রো বালদের
৪ ঘণ্টা আগে