Ajker Patrika

মাহমুদউল্লাহর অবসরে পেইন–কিলার প্রসঙ্গ আনলেন হৃদয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২: ৩৭
মাহমুদউল্লাহকে নিয়ে ফেসবুক পোস্টে হৃদয়। ছবি: ফেসবুক
মাহমুদউল্লাহকে নিয়ে ফেসবুক পোস্টে হৃদয়। ছবি: ফেসবুক

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না মাহমুদউল্লাহকে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তখন পেইন কিলার নিয়ে কথা বলায় সেটা নিয়ে এখনো চলে ব্যঙ্গ-বিদ্রুপ। মাহমুদউল্লাহ আজ অবসরের ঘোষণা দেওয়ার পর তাওহিদ হৃদয় এনেছেন সেই পুরোনো প্রসঙ্গ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা অসাধারণ মুহুর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম‍্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের স্বস্তি আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন‍্য শুভকামনা।’

২০০৭ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে অনেক ক্রিকেটারকেই তো পেয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২০ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছেন সৌম্য সরকার, শরীফুল ইসলামরা। ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’ শরীফুল ইসলাম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করব। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’

রিশাদ হোসেন লিখেছেন, ‘একটি যুগের শেষ। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লাল সবুজের জার্সিতে আপনার প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ। সব সময় আপনি কিংবদন্তি হয়ে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত