ক্রীড়া ডেস্ক

আগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার।
এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে বাইরে রয়েছেন। নেই ফেরলান্দ মেন্দিও। আলাবা ও কামাভিঙ্গার চোট নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘মেডিকেল পরীক্ষার পরই নিশ্চিত করে কিছু বলতে পারব। দুজনই পায়ের পেশিতে চোট আক্রান্ত। যে অবস্থা, তাতে মনে হচ্ছে না তারা শনিবারের ফাইনাল খেলতে পারবে।’
ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কামাভিঙ্গার বাঁ পায়ের অ্যাবডাক্টর টেন্ডন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি।
মেন্দি, আলাবা ও কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় আনচেলত্তিকে লেফট ব্যাক পজিশনের জন্য ফ্রান গার্সিয়ার ওপর নির্ভর করতে হবে। ট্রেবল জয়ের আশায় থাকা বার্সাকে আসন্ন ফাইনালের জন্য ফেবারিট ভাবা হচ্ছে। লা লিগায় অক্টোবরে এই মৌসুমে রিয়ালকে ৪-০ গোলে আগেই বিধ্বস্ত করেছে তারা। তার পর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। তার পরেও আনচেলত্তি বলেছেন, ‘হতে পারে ওরা ফেবারিট, কিন্তু ফাইনাল ম্যাচ মানে ফাইনাল।’
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রের ফাইনাল ম্যাচ শুরু হবে। চলতি মৌসুমে দুটি এল ক্লাসিকোয় বার্সার কাছে কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। গত অক্টোবরে লা লিগায় প্রথম লেগে ৪-০ গোলে নিজেদের মাঠে হেরেছে তারা। ৫-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপাও জিতল কাতালানরা।

আগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার।
এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে বাইরে রয়েছেন। নেই ফেরলান্দ মেন্দিও। আলাবা ও কামাভিঙ্গার চোট নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘মেডিকেল পরীক্ষার পরই নিশ্চিত করে কিছু বলতে পারব। দুজনই পায়ের পেশিতে চোট আক্রান্ত। যে অবস্থা, তাতে মনে হচ্ছে না তারা শনিবারের ফাইনাল খেলতে পারবে।’
ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কামাভিঙ্গার বাঁ পায়ের অ্যাবডাক্টর টেন্ডন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি।
মেন্দি, আলাবা ও কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় আনচেলত্তিকে লেফট ব্যাক পজিশনের জন্য ফ্রান গার্সিয়ার ওপর নির্ভর করতে হবে। ট্রেবল জয়ের আশায় থাকা বার্সাকে আসন্ন ফাইনালের জন্য ফেবারিট ভাবা হচ্ছে। লা লিগায় অক্টোবরে এই মৌসুমে রিয়ালকে ৪-০ গোলে আগেই বিধ্বস্ত করেছে তারা। তার পর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। তার পরেও আনচেলত্তি বলেছেন, ‘হতে পারে ওরা ফেবারিট, কিন্তু ফাইনাল ম্যাচ মানে ফাইনাল।’
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রের ফাইনাল ম্যাচ শুরু হবে। চলতি মৌসুমে দুটি এল ক্লাসিকোয় বার্সার কাছে কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। গত অক্টোবরে লা লিগায় প্রথম লেগে ৪-০ গোলে নিজেদের মাঠে হেরেছে তারা। ৫-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপাও জিতল কাতালানরা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে