Ajker Patrika

চাপ সামলে সৌম্য-মিরাজের ফিফটি

ক্রীড়া ডেস্ক    
চাপ সামলে সৌম্য-মিরাজের ফিফটি
শট খেলছেন মিরাজ। ক্রিইনফো ফাইল ছবি

ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ার পথে দুজনে পেয়েছেন ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য (৫১), সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৫১)।

এর আগে তিন বলের ব্যবধানে ওপেনার তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক লিটন দাসকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুজনই ফেরেন ডাক মেরে। ২,৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটনের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।

পেসার আলজারি জোসেফের আউটসাইড অফের বল খোঁচা মেরে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে বন্দী ফেরেন লিটন। উইকেটে টিকেছিলেন মাত্র ২ বল। এর আগে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ।

ডাক মেরে ফিরতে পারতেন সৌম্য। আলজারির করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে সেই সহজ ক্যাচ ছেড়ে দেন কিং। আলজারি সেই উইকেট না পেলেও তৃতীয় ওভারে করেন জোড়া শিকার।

হোয়াইওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে হবে হোয়াইটওয়াশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত