ক্রীড়া ডেস্ক
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।
টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় সবশেষ বাংলাদেশ ক্রিকেট দল সেবারই সবশেষ সফর করেছিল। অবশেষে বাংলাদেশের ফুরোচ্ছে চার বছরের অপেক্ষা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী কোনো ক্রিকেট দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে না। তবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ২০২৬-২৭ মৌসুমে। তখন দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। যদিও এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি।
২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে, মেয়ে কোনো ক্রিকেট দলই ঘরের মাঠে টেস্ট খেলবে না। এই সময়ে প্রোটিয়া পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ২০২৫-২৬ মৌসুম আতিথেয়তা হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে।
টেস্ট ছাড়া এক মৌসুম কাটানোর পর ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ব্যস্ততা বাড়বে। নতুন মৌসুমে দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই টেস্ট। আর ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবেন প্রোটিয়া ছেলেরা। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মিলে ১০ টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। ২০ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে