ক্রীড়া ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে