
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে