
ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিল। কিন্তু দিনের তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুল হকের দল। ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। চাপের মুখেও আশাবাদী মেহেদী হাসান মিরাজ।
১৪ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী দল। মিরাজ অবশ্য এখনো আশা হারাননি। গতকাল দিন শেষে এই অলরাউন্ডারের কণ্ঠে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘অনেক কিছু বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি।’
কাজটা সহজ নয়, মিরাজ নিজেও সেটি মানছেন। তবু এই অবস্থা থেকে যত দূর এগোনো যাবে দলের জন্য ততই ভালো। মিরাজ বলেন, ‘চেষ্টা থাকবে প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছেন। ৩৩ বছর বয়সী প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমার বেশ ভুগিয়েছেন মুশফিক-মুমিনুলদের। ৪টি উইকেটই নিয়েছেন তিনি।
মিরাজ তাই মনে করেন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জন্যও ব্যাটিং করা সহজ হবে না। তিনি বলেন, ‘ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মানসিকভাবে শক্ত থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছিল। কিন্তু দিনের তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুল হকের দল। ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। চাপের মুখেও আশাবাদী মেহেদী হাসান মিরাজ।
১৪ রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী দল। মিরাজ অবশ্য এখনো আশা হারাননি। গতকাল দিন শেষে এই অলরাউন্ডারের কণ্ঠে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘অনেক কিছু বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি।’
কাজটা সহজ নয়, মিরাজ নিজেও সেটি মানছেন। তবু এই অবস্থা থেকে যত দূর এগোনো যাবে দলের জন্য ততই ভালো। মিরাজ বলেন, ‘চেষ্টা থাকবে প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেতে শুরু করেছেন। ৩৩ বছর বয়সী প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমার বেশ ভুগিয়েছেন মুশফিক-মুমিনুলদের। ৪টি উইকেটই নিয়েছেন তিনি।
মিরাজ তাই মনে করেন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার জন্যও ব্যাটিং করা সহজ হবে না। তিনি বলেন, ‘ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মানসিকভাবে শক্ত থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে