ক্রীড়া ডেস্ক

অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৩ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৩ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৩ ঘণ্টা আগে