ক্রীড়া ডেস্ক

অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’
অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে