নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে