
আন্তর্জাতিক ক্রিকেট থেকে জেপি ডুমিনি অবসরে গেছেন ২০১৯ সালে। তবে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? আবুধাবিতে গত রাতে হঠাৎই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ফিল্ডিংয়ে নেমে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
একাদশে নাম থাকা দূরে থাক, স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই ডুমিনি। কারণ এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে তিনি। তবে আবুধাবিতে তীব্র গরমে যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ক্লান্ত, তখন শিষ্যদের কষ্ট যে সহ্য করতে পারেননি ডুমিনি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ে নামেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আদিলে ফেহলুকায়োকে রিভার্স সুইপ করেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টপ এজ হওয়া বল হঠাৎই শর্ট থার্ড ম্যানের সামনে বাজে বাউন্স করে। ডুমিনি ক্ষিপ্রতার সঙ্গে সেই বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়েছেন।
বদলি ফিল্ডার হিসেবে নেমে পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরার সুযোগ পেলেন ডুমিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পর জার্সির কলার উঁচিয়ে ধরেন তিনি। ভক্ত-সমর্থকদের যেন বোঝাতে চাইলেন, বয়স ৪০ হলেও এখনো সেই আগের ডুমিনি আছেন। যেভাবে অবসর ভাঙার হিড়িক চলছে, তাতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিতই যেন দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। তবে ডুমিনির হঠাৎ করে ফিল্ডিংয়ে নামার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৮৪ রান করেছে। রান তাড়া করতে নেমে ২১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের তখনো বাকি ২৩ বল।
৬৯ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ-সেরা হয়েছেন দলপতি পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন তিনি। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস হয়েছেন সিরিজ-সেরা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রথম দুই ওয়ানডেতে আয়ারল্যান্ড হেরেছিল ১৩৯ ও ১৭৪ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে আয়ারল্যান্ড, যার মধ্যে রয়েছে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১৩ জুন ডাবলিনের ম্যালাহাইডে ওয়ানডেতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে একমাত্র জয় প্রোটিয়ারা পেয়েছে এ বছরের ২৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আইরিশরা ১০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে জেপি ডুমিনি অবসরে গেছেন ২০১৯ সালে। তবে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? আবুধাবিতে গত রাতে হঠাৎই আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ফিল্ডিংয়ে নেমে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
একাদশে নাম থাকা দূরে থাক, স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে নেই ডুমিনি। কারণ এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে তিনি। তবে আবুধাবিতে তীব্র গরমে যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ক্লান্ত, তখন শিষ্যদের কষ্ট যে সহ্য করতে পারেননি ডুমিনি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ে নামেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আদিলে ফেহলুকায়োকে রিভার্স সুইপ করেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। টপ এজ হওয়া বল হঠাৎই শর্ট থার্ড ম্যানের সামনে বাজে বাউন্স করে। ডুমিনি ক্ষিপ্রতার সঙ্গে সেই বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়েছেন।
বদলি ফিল্ডার হিসেবে নেমে পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরার সুযোগ পেলেন ডুমিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পর জার্সির কলার উঁচিয়ে ধরেন তিনি। ভক্ত-সমর্থকদের যেন বোঝাতে চাইলেন, বয়স ৪০ হলেও এখনো সেই আগের ডুমিনি আছেন। যেভাবে অবসর ভাঙার হিড়িক চলছে, তাতে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিতই যেন দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। তবে ডুমিনির হঠাৎ করে ফিল্ডিংয়ে নামার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৮৪ রান করেছে। রান তাড়া করতে নেমে ২১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের তখনো বাকি ২৩ বল।
৬৯ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ-সেরা হয়েছেন দলপতি পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন তিনি। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস হয়েছেন সিরিজ-সেরা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রথম দুই ওয়ানডেতে আয়ারল্যান্ড হেরেছিল ১৩৯ ও ১৭৪ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে আয়ারল্যান্ড, যার মধ্যে রয়েছে ২ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১৩ জুন ডাবলিনের ম্যালাহাইডে ওয়ানডেতে প্রোটিয়াদের ৪৩ রানে হারিয়েছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে একমাত্র জয় প্রোটিয়ারা পেয়েছে এ বছরের ২৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আইরিশরা ১০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌঁড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩৬ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে