
টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:

টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে