ক্রীড়া ডেস্ক

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে থাকছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭০ কোটি ৭ লাখ টাকা। শিরোপা জয়ী দল পাচ্ছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)।
৩০ দিনের দিনক্ষণকে সামনে রেখে আইসিসি একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রোমাঞ্চ ধরে রাখতে ভিডিওতে দুই দলের প্রতিনিধিদের রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করামের সঙ্গে তাদের সাবেক ক্রিকেটার শন পোলক, ডেল স্টেইন আছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যাথু হেডেন আছেন। নাসের হুসেইন, রবি শাস্ত্রী, মেল জোনসের মতো ধারাভাষ্যকারদের পাশাপাশি শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকাকেও রাখা হয়েছে। নাথান লায়ন, স্মিথদের উদযাপন দেখানো হয়েছে প্রচারণামূলক ভিডিওতে।
২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ১৯ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার। তাতে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলের অ্যাকাউন্টে ঢুকেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা করে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ফাইনালেই রানার্সআপ হয়েছে ভারত। তারা পেয়েছে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৯ কোটি ৭৩ লাখ টাকা।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৭.৫৪ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালের দল ঘোষণা করেছে।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে থাকছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭০ কোটি ৭ লাখ টাকা। শিরোপা জয়ী দল পাচ্ছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)।
৩০ দিনের দিনক্ষণকে সামনে রেখে আইসিসি একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রোমাঞ্চ ধরে রাখতে ভিডিওতে দুই দলের প্রতিনিধিদের রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করামের সঙ্গে তাদের সাবেক ক্রিকেটার শন পোলক, ডেল স্টেইন আছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যাথু হেডেন আছেন। নাসের হুসেইন, রবি শাস্ত্রী, মেল জোনসের মতো ধারাভাষ্যকারদের পাশাপাশি শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকাকেও রাখা হয়েছে। নাথান লায়ন, স্মিথদের উদযাপন দেখানো হয়েছে প্রচারণামূলক ভিডিওতে।
২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ১৯ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার। তাতে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলের অ্যাকাউন্টে ঢুকেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা করে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ফাইনালেই রানার্সআপ হয়েছে ভারত। তারা পেয়েছে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৯ কোটি ৭৩ লাখ টাকা।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৭.৫৪ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালের দল ঘোষণা করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১৭ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে