ক্রীড়া ডেস্ক

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে থাকছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭০ কোটি ৭ লাখ টাকা। শিরোপা জয়ী দল পাচ্ছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)।
৩০ দিনের দিনক্ষণকে সামনে রেখে আইসিসি একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রোমাঞ্চ ধরে রাখতে ভিডিওতে দুই দলের প্রতিনিধিদের রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করামের সঙ্গে তাদের সাবেক ক্রিকেটার শন পোলক, ডেল স্টেইন আছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যাথু হেডেন আছেন। নাসের হুসেইন, রবি শাস্ত্রী, মেল জোনসের মতো ধারাভাষ্যকারদের পাশাপাশি শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকাকেও রাখা হয়েছে। নাথান লায়ন, স্মিথদের উদযাপন দেখানো হয়েছে প্রচারণামূলক ভিডিওতে।
২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ১৯ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার। তাতে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলের অ্যাকাউন্টে ঢুকেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা করে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ফাইনালেই রানার্সআপ হয়েছে ভারত। তারা পেয়েছে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৯ কোটি ৭৩ লাখ টাকা।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৭.৫৪ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালের দল ঘোষণা করেছে।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সব মিলিয়ে থাকছে ৫৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭০ কোটি ৭ লাখ টাকা। শিরোপা জয়ী দল পাচ্ছে ৩৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)।
৩০ দিনের দিনক্ষণকে সামনে রেখে আইসিসি একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে রোমাঞ্চ ধরে রাখতে ভিডিওতে দুই দলের প্রতিনিধিদের রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করামের সঙ্গে তাদের সাবেক ক্রিকেটার শন পোলক, ডেল স্টেইন আছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যাথু হেডেন আছেন। নাসের হুসেইন, রবি শাস্ত্রী, মেল জোনসের মতো ধারাভাষ্যকারদের পাশাপাশি শোয়েব আখতারের মতো পাকিস্তানি তারকাকেও রাখা হয়েছে। নাথান লায়ন, স্মিথদের উদযাপন দেখানো হয়েছে প্রচারণামূলক ভিডিওতে।
২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ডলারের। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি ১৯ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পেত ১৬ লাখ ডলার। তাতে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—দুই দলের অ্যাকাউন্টে ঢুকেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা করে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ফাইনালেই রানার্সআপ হয়েছে ভারত। তারা পেয়েছে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে ৯ কোটি ৭৩ লাখ টাকা।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৭.৫৪ শতাংশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালের দল ঘোষণা করেছে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১২ ঘণ্টা আগে