
ডারবান টেস্টে চতুর্থ দিন পর্যন্ত লড়াইয়ে ছিল বাংলাদেশ। শেষ দিনে মহাবিপর্যয়ের আগে জয়ের স্বপ্নও ছিল মুমিনুল হকদের চোখে। দলকে আশা দেখিয়েছিল মাহমুদুল হাসানের দারুণ ব্যাটিং। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তরুণ এই ওপেনার তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ইনিংসটার পুরস্কার হাতেনাতেই পেলেন জয়। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি।
প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে। এই টেস্টের বড় প্রাপ্তি তরুণ ওপেনার জয়ের ১৩৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। লাল বলের ক্রিকেটে এটাই বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। ইতিহাস গড়া সেই ইনিংসের ওপর দাঁড়িয়ে র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন জয়। বুধবার আইসিসি ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে আইসিসি। সেখানে ৬৬ নম্বরে উঠে এসেছেন জয়।
তবে জয় এগোলেও ৭ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল। ৪৪ নম্বরে নেমে গেছেন তিনি। ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২ রান করেছেন তিনি। যার প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। দুঃসংবাদ আছে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের জন্যও। ৭ ধাপ অবনমন হয়ে ২৮ নম্বরে নেমেছেন খুশি। দুই ধাপ পিছিয়ে লিটন দাসের অবস্থান এখন ১৭ নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক ডিন এলগার। তিন ধাপ এগিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে শীর্ষ দশ ব্যাটারের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দুইয়ে আছেন তাঁর সতীর্থ মার্নাস লাবুশেন।
টেস্ট বোলারদের মধ্যে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের ৯ ধাপ উন্নতি হয়েছে। তবু তাঁর অবস্থান ৭৯ তম। আর দুই ধাপ এগিয়ে ৯১-তে উঠে এসেছেন তার সতীর্থ তাসকিন আহমেদ। ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের অবস্থান ২৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে বদল আসেনি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুই ও তিনে উঠে এসেছেন যথাক্রমে জসপ্রীত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি।

ডারবান টেস্টে চতুর্থ দিন পর্যন্ত লড়াইয়ে ছিল বাংলাদেশ। শেষ দিনে মহাবিপর্যয়ের আগে জয়ের স্বপ্নও ছিল মুমিনুল হকদের চোখে। দলকে আশা দেখিয়েছিল মাহমুদুল হাসানের দারুণ ব্যাটিং। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তরুণ এই ওপেনার তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ইনিংসটার পুরস্কার হাতেনাতেই পেলেন জয়। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি।
প্রথম টেস্ট ২২০ রানের বড় ব্যবধানে। এই টেস্টের বড় প্রাপ্তি তরুণ ওপেনার জয়ের ১৩৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। লাল বলের ক্রিকেটে এটাই বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। ইতিহাস গড়া সেই ইনিংসের ওপর দাঁড়িয়ে র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন জয়। বুধবার আইসিসি ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে আইসিসি। সেখানে ৬৬ নম্বরে উঠে এসেছেন জয়।
তবে জয় এগোলেও ৭ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল। ৪৪ নম্বরে নেমে গেছেন তিনি। ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২ রান করেছেন তিনি। যার প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। দুঃসংবাদ আছে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের জন্যও। ৭ ধাপ অবনমন হয়ে ২৮ নম্বরে নেমেছেন খুশি। দুই ধাপ পিছিয়ে লিটন দাসের অবস্থান এখন ১৭ নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক ডিন এলগার। তিন ধাপ এগিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে শীর্ষ দশ ব্যাটারের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দুইয়ে আছেন তাঁর সতীর্থ মার্নাস লাবুশেন।
টেস্ট বোলারদের মধ্যে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের ৯ ধাপ উন্নতি হয়েছে। তবু তাঁর অবস্থান ৭৯ তম। আর দুই ধাপ এগিয়ে ৯১-তে উঠে এসেছেন তার সতীর্থ তাসকিন আহমেদ। ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের অবস্থান ২৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে বদল আসেনি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুই ও তিনে উঠে এসেছেন যথাক্রমে জসপ্রীত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে