
‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)

‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৫ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে