নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে গত সপ্তাহে। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে শুরু হয়েছে ক্যাম্প। ছুটি কাটিয়ে টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন নাসুম আহমেদও। বিসিবি আগেই জানিয়েছে, জন্ডিসের কারণে ছুটি নিয়েছেন নাসুম। সিলেট পর্ব থেকে পাওয়া যাবে তাঁকে।
টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নাসুম। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘টাইগার্স ক্যাম্পে আবার জায়গা পেয়ে ভালো লাগছে। কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দারুণ কিছু করার লক্ষ্য।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ দলের বাইরে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে সময় পার করছিলেন। যাঁরা বিশ্রামে ছিলেন, তাঁদের নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে টাইগার্স ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। আরও আছেন পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
বাংলা টাইগার্স দল:
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে গত সপ্তাহে। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে শুরু হয়েছে ক্যাম্প। ছুটি কাটিয়ে টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন নাসুম আহমেদও। বিসিবি আগেই জানিয়েছে, জন্ডিসের কারণে ছুটি নিয়েছেন নাসুম। সিলেট পর্ব থেকে পাওয়া যাবে তাঁকে।
টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নাসুম। বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘টাইগার্স ক্যাম্পে আবার জায়গা পেয়ে ভালো লাগছে। কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দারুণ কিছু করার লক্ষ্য।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ দলের বাইরে জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিশ্রামে সময় পার করছিলেন। যাঁরা বিশ্রামে ছিলেন, তাঁদের নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে টাইগার্স ক্যাম্প। এই ক্যাম্পে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। আরও আছেন পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
জাতীয় দলের বাইরে থাকা, ভবিষ্যতে জাতীয় দলের বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়। স্কোয়াডে তাই পরিচিত মুখই বেশি। ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ধাপে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ক্যাম্প।
বাংলা টাইগার্স দল:
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩১ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে