
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন কোনো রাজনৈতিক বৈরিতা নেই যে সে দেশে খেলতে যেতে পারবে না। আজ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রুপ পর্বের দুটি ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে।
পাকিস্তানে ম্যাচ খেলবে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। সেখানে একটি ম্যাচ আছে নেপালেরও। গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের সব ম্যাচই হবে পাকিস্তানে। ‘এ’ গ্রুপ থেকে একটি ম্যাচ হবে পাকিস্তানে। ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। এই ৪ ম্যাচের বাইরে আর কোনো ম্যাচ রাখেনি এসিসি। টুর্নামেন্টের বাকি ৯ ম্যাচ আগের ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কাতেই হবে।
আগে থেকেই ভারত বলে আসছে পাকিস্তানে খেলতে যাবে না তারা। সেটিই আজ আরেকবার নিশ্চিত করলেন, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে ডারবানে আসা পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে বিসিসিআইয়ের সচিব এবং এসিসির সভাপতি জয় শাহর সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করেছেন ধুমাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেছেন, ‘পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের আলোচনা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন আমাদের সচিব। পাকিস্তানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের ম্যাচ দুটিসহ শ্রীলঙ্কায় ৯ ম্যাচ হবে। এমনকি ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও হবে সেখানে।’
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এবারের এশিয়া কাপ হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। সেই অনুযায়ী টুর্নামেন্টে শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩১ আগস্ট শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন কোনো রাজনৈতিক বৈরিতা নেই যে সে দেশে খেলতে যেতে পারবে না। আজ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রুপ পর্বের দুটি ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে।
পাকিস্তানে ম্যাচ খেলবে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। সেখানে একটি ম্যাচ আছে নেপালেরও। গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের সব ম্যাচই হবে পাকিস্তানে। ‘এ’ গ্রুপ থেকে একটি ম্যাচ হবে পাকিস্তানে। ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। এই ৪ ম্যাচের বাইরে আর কোনো ম্যাচ রাখেনি এসিসি। টুর্নামেন্টের বাকি ৯ ম্যাচ আগের ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কাতেই হবে।
আগে থেকেই ভারত বলে আসছে পাকিস্তানে খেলতে যাবে না তারা। সেটিই আজ আরেকবার নিশ্চিত করলেন, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে ডারবানে আসা পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে বিসিসিআইয়ের সচিব এবং এসিসির সভাপতি জয় শাহর সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করেছেন ধুমাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেছেন, ‘পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের আলোচনা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন আমাদের সচিব। পাকিস্তানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের ম্যাচ দুটিসহ শ্রীলঙ্কায় ৯ ম্যাচ হবে। এমনকি ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও হবে সেখানে।’
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এবারের এশিয়া কাপ হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। সেই অনুযায়ী টুর্নামেন্টে শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩১ আগস্ট শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৮ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে